অস্বস্তিকর গরমে নাজেহাল রাজ্যবাসী। জৈষ্ঠের শুরুতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। রয়েছে প্রখর রোদের তাপ। তীব্র দাবদাহ অনুভূত হচ্ছে বাংলায়। এমন চরম অস্বস্তিকর পরিস্থিতিতে বৃষ্টির আশায় রাজ্যবাসী। এরমধ্যে আলিপুর আবহাওয়া দফতর স্বস্তির খবর শোনাচ্ছে। বুধবার বিকেল বা সন্ধেয় হতে পারে বৃষ্টি।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বুধবার সকাল থেকে মেঘলা আকাশ। অস্বস্তিকর আবহাওয়া। অতিরিক্ত ঘাম ঝড়বে শহরবাসীর। তবে বিকেল বা সন্ধেয় বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। অস্বস্তিকর আবহাওয়া থেকে রেহাই মিলতে পারে। বৃষ্টি হতে পারে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। বৃষ্টির পর কমতে পারে রাতের তাপমাত্রা। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়াবে।

আরও পড়ুন-২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি, করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমল

মঙ্গলবারের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৮.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি বেশি। রাতের দিকে কোথাও কোথাও সামান্য ঝড়-বৃষ্টি হয়। তবে মেলেনি স্বস্তি। এর মধ্যেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৩মে রবিবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’। এর তীব্রতা আমফানের থেকেও বেশি হতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়া দফতরের আধিকারিকরা।
