Tuesday, August 26, 2025

নারদ-মামলা স্থানান্তরের আর্জিতে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীকে যুক্ত করেছে CBI

Date:

নারদ-মামলা অন্য রাজ্যে স্থানান্তরের আর্জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইনমন্ত্রীকেও CBI যুক্ত করেছে৷ পক্ষভুক্ত করা হয়েছে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও৷

বুধবার এই মামলার শুনানির শুরুতেই CBI-এর তরফে এ কথা জানানো হয়েছে প্রধান বিচারপতির এজলাশে৷ এর অর্থ, বুধবারের শুনানিতে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং সাংসদকে হলফনামার মাধ্যমে তাঁদের বক্তব্য পেশ করার সময় দিতে পারে হাইকোর্ট ৷ আইনি মহলের বক্তব্য, নারদ-মামলা অন্য রাজ্যে স্থানান্তরের আর্জির ফয়সালা বুধবার হওয়ার সম্ভাবনা কম৷

বুধবার হাইকোর্টে শুনানি শুরু হওয়ার কিছু পরেই প্রযুক্তিগত ত্রুটির কারনে ভার্চুয়াল শুনানি স্থগিত রাখা হয়৷ বেশ কিছুক্ষণ পর সংযোগ স্থাপিত হতেই আদালতে CBI-এর জানায়, নারদ-মামলা ভিন রাজ্যে স্থানান্তরের যে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে করা হয়েছে, সেখানে পক্ষভুক্ত বা ‘পার্টি’ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে৷ গত সোমবার এই দু’জনকে যে ভূমিকায় দেখা গিয়েছে, তাতে CBI মনে করছে, এই রাজ্যে নারদ-মামলার বিচারপর্ব চালানোর পরিবেশ ও পরিস্থিতি নেই৷
সেই কারনেই এই মামলা অন্য রাজ্যে নিয়ে যেতে CBI চাইছে৷

ওদিকে, জেল হেফাজতে থাকা চার নেতা-মন্ত্রীর তরফে CBI-এর মামলা স্থানান্তরের আর্জি চ্যালেঞ্জ করে আলাদা আবেদন পেশ করা হয়েছে এদিনই৷

এদিন শুনানি শুরু হতেই ৪ অভিযুক্তের আইনজীবী সিদ্ধার্থ লুথরা ব্যক্তিগত কারনে এই মামলার শুনানি কিছুক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন জানান৷ প্রধান বিচারপতি সেই আর্জি গ্রহণ করে জানিয়ে দেন, পরবর্তী শুনানি এদিনই বেলা ২টো থেকে হবে৷
CBI এদিন মামলা স্থানান্তরের জন্য ১২৩পাতার এক হলফনামা পেশ করেছে৷ হলফনামায় বলা হয়েছে, গত সোমবার চার জনকে গ্রেফতার করে নিজাম প্যালেসে CBI দফতরে আনার পর মুখ্যমন্ত্রী সেখানে যান৷ দফতরের মধ্যেই ধর্ণায় বসেন এবং ধৃতদের বিনাশর্তে মুক্তি দিতে বলেধ৷ তিনি বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওখানে ছিলেন৷ এর পর নিজাম প্যালেসের সামনে উত্তেজনার সৃষ্টি হয়৷ আধাসেনাদের লক্ষ্য করে পুলিশের সামনেই পাথর ছোঁড়া হয়৷ বলা হয়েছে, এই ঘটনায়
CBI-আশঙ্কা করছে এই রাজ্যে নারদ মামলার নিরপেক্ষ, অবাধ বিচার ও তদন্ত সম্ভব নয়৷

Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version