Friday, November 28, 2025

রাজ্যে বেলাগাম করোনা (Corona)। এবার সংক্রমণ মোকাবিলায় উত্তরপাড়া রাজা প্যারিমোহন কলেজেও সেফহোম (Safehome) চালু করতে চলেছে হুগলি (Hoogli) জেলা প্রশাসন | বিধায়ক কাঞ্চন মল্লিকের উদ্যোগে নিরাপদ নিভৃতবাস তৈরি হতে চলেছে। টুইট (Tweet) করে এ খবর জানান উত্তরপাড়ার নবনির্বাচিত বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। জেলা প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে কবে থেকে এই পরিষেবা পাবেন আইসোলেশনে থাকা রোগীরা, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে টুইট বার্তায় আশ্বস্ত করা হয়েছে, খুব দ্রুত এই পরিষেবা পৌঁছে যাবে কোভিড (Covid) আক্রান্তদের কাছে |মঙ্গলবার, জেলা প্রশাসনের তরফ থেকে মহকুমা শাসক, স্বাস্থ্য আধিকারিক, উত্তরপাড়ার বিধায়ক, প্যারিমোহন কলেজে গিয়ে পরিকাঠামো ঘুরে দেখেন | মোট ২০ টি শয্যার এই সেফহোমে ১০টি পুরুষ ও ১০টি বেড মহিলাদের জন্য বরাদ্দ রাখা হবে। সব সময়ের জন্য থাকবেন চিকিৎসক ও নার্স। থাকছে ওষুধ ও অক্সিজেনের ব্যবস্থাও। ২৪ ঘণ্টা থাকবে অ্যাম্বুলেন্স পরিষেবাও। করোনায় মৃদু উপসর্গের রোগীদের এখানে রাখা হবে | এছাড়া যে সকল করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে একান্তবাসের সুবিধা নেই, তাঁরাও এই সেফহোমে থাকতে পারবেন।

ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে, সরকারি স্কুলগুলিকেও রূপান্তরিত করা হবে সেফহোমে | মঙ্গলবারই রাজ্য শিক্ষা দফতর জানিয়েছে, অতিমারির দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত কলকাতা-সহ বিভিন্ন জেলার স্কুলগুলিতে তৈরি হবে নিশ্চিন্ত নিভৃতবাস | এই বিষয়ে উত্তরপাড়ার যুব সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, “এলাকার মানুষের সার্থে আমাদের বিধায়ক এই সেফহোমের ব্যবস্থা করেছেন। যখন যার যেটা দরকার উত্তরপাড়ার যুব তৃণমূলের কর্মীরা পাশে দাঁড়িয়েছে”।

 

Related articles

জন্ম শংসাপত্র তৈরিতে আধার গৃহীত হবে না: নির্দেশ জারি মহারাষ্ট্রে!

যে কোনও মূল্যে আধার কার্ডকে  অকেজো করে দিতে তৎপর মহারাষ্ট্রের বিজেপি সরকার। এবার জন্ম শংসাপত্র (birth certificate) তৈরিতে...

জুটিতে লুটি! রাঁচিতে রিইউনিয়নের মধ্যেই ধোনি-কোহলির সফর

টেস্ট ক্রিকেটের ভয়াবহ ব্যর্থতার পর রবিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজ। রাঁচিতে এই ম্যাচ ঘিরে উন্মাদনা...

সুকুমার সৃষ্টিসমূহের উপর কেন্দ্রীয় প্রচারের স্পটলাইট, হুঁকোমুখো হ্যাংলা- কুমড়োপটাশদের নিয়ে প্রকাশিত পোস্টকার্ড

বাস্তবে তারা থাক বা না থাক, কিন্তু সুকুমার সাহিত্যে তাদের অবাধ বিচরণ। 'ট্যাঁশ গরু' কিংবা 'কুমড়োপটাশ'দের চেনে না...

হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে, দুষ্কৃতীর সন্ধানে চলছে তল্লাশি

প্রকাশ্যে হাওড়ার গুলি-কাণ্ডের সিসি ক্যামেরা ফুটেজ (CC Camera Footage)। হাওড়ার (Howrah) বালিতে তৃণমূলের (TMC) পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল...
Exit mobile version