Saturday, August 23, 2025

নারদ-মামলা স্থানান্তরের আর্জিতে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রীকে যুক্ত করেছে CBI

Date:

নারদ-মামলা অন্য রাজ্যে স্থানান্তরের আর্জিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আইনমন্ত্রীকেও CBI যুক্ত করেছে৷ পক্ষভুক্ত করা হয়েছে তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও৷

বুধবার এই মামলার শুনানির শুরুতেই CBI-এর তরফে এ কথা জানানো হয়েছে প্রধান বিচারপতির এজলাশে৷ এর অর্থ, বুধবারের শুনানিতে মুখ্যমন্ত্রী, আইনমন্ত্রী এবং সাংসদকে হলফনামার মাধ্যমে তাঁদের বক্তব্য পেশ করার সময় দিতে পারে হাইকোর্ট ৷ আইনি মহলের বক্তব্য, নারদ-মামলা অন্য রাজ্যে স্থানান্তরের আর্জির ফয়সালা বুধবার হওয়ার সম্ভাবনা কম৷

বুধবার হাইকোর্টে শুনানি শুরু হওয়ার কিছু পরেই প্রযুক্তিগত ত্রুটির কারনে ভার্চুয়াল শুনানি স্থগিত রাখা হয়৷ বেশ কিছুক্ষণ পর সংযোগ স্থাপিত হতেই আদালতে CBI-এর জানায়, নারদ-মামলা ভিন রাজ্যে স্থানান্তরের যে আবেদন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে করা হয়েছে, সেখানে পক্ষভুক্ত বা ‘পার্টি’ করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে৷ গত সোমবার এই দু’জনকে যে ভূমিকায় দেখা গিয়েছে, তাতে CBI মনে করছে, এই রাজ্যে নারদ-মামলার বিচারপর্ব চালানোর পরিবেশ ও পরিস্থিতি নেই৷
সেই কারনেই এই মামলা অন্য রাজ্যে নিয়ে যেতে CBI চাইছে৷

ওদিকে, জেল হেফাজতে থাকা চার নেতা-মন্ত্রীর তরফে CBI-এর মামলা স্থানান্তরের আর্জি চ্যালেঞ্জ করে আলাদা আবেদন পেশ করা হয়েছে এদিনই৷

এদিন শুনানি শুরু হতেই ৪ অভিযুক্তের আইনজীবী সিদ্ধার্থ লুথরা ব্যক্তিগত কারনে এই মামলার শুনানি কিছুক্ষণ পিছিয়ে দেওয়ার আবেদন জানান৷ প্রধান বিচারপতি সেই আর্জি গ্রহণ করে জানিয়ে দেন, পরবর্তী শুনানি এদিনই বেলা ২টো থেকে হবে৷
CBI এদিন মামলা স্থানান্তরের জন্য ১২৩পাতার এক হলফনামা পেশ করেছে৷ হলফনামায় বলা হয়েছে, গত সোমবার চার জনকে গ্রেফতার করে নিজাম প্যালেসে CBI দফতরে আনার পর মুখ্যমন্ত্রী সেখানে যান৷ দফতরের মধ্যেই ধর্ণায় বসেন এবং ধৃতদের বিনাশর্তে মুক্তি দিতে বলেধ৷ তিনি বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওখানে ছিলেন৷ এর পর নিজাম প্যালেসের সামনে উত্তেজনার সৃষ্টি হয়৷ আধাসেনাদের লক্ষ্য করে পুলিশের সামনেই পাথর ছোঁড়া হয়৷ বলা হয়েছে, এই ঘটনায়
CBI-আশঙ্কা করছে এই রাজ্যে নারদ মামলার নিরপেক্ষ, অবাধ বিচার ও তদন্ত সম্ভব নয়৷

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version