Monday, November 3, 2025

কেন্দ্রীয় নিরাপত্তা নিতে অস্বীকার ১৫ বিজেপি বিধায়কের, উঠছে প্রশ্ন

Date:

Share post:

প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে অনুমান করে বিজেপির জয়ী সমস্ত বিধায়কের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার(Central security) ব্যবস্থা করা হলেও সে নিরাপত্তা নিতে অস্বীকার করলেন একাধিক বিজেপি বিধায়ক(BJP MLA)। বিজেপি সূত্রে জানা যাচ্ছে এই তালিকায় রয়েছেন প্রায় ১৫ জন বিধায়ক।

বর্তমানে নিশীথ প্রামাণিক ও জয়ন্ত সরকার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭৫। নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার পর বিজেপি সূত্রে জানা গিয়েছিল, প্রত্যেক বিজেপি বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেবে দল। তবে প্রায় ১৫ জন বিধায়ক এই নিরাপত্তা নিতে অস্বীকার করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের(Dilip Ghosh) তরফে জানা গিয়েছে, যাদের নিরাপত্তা দরকার তারা আবেদন করেছিল। কিন্তু অনেকে আছেন যারা আবেদন করেননি। এই তালিকায় রয়েছেন এবারের নির্বাচনে বিজেপির সবচেয়ে গরিব প্রার্থী হিসেবে নজর কেড়ে নেওয়া চন্দনা বাউরিও(Chandana Bauri)। কেন্দ্রীয় নিরাপত্তা না নেওয়ার পেছনে দিলীপ ঘোষ যুক্তি দিয়ে আরও বলেন, আমাদের দলে এমন অনেক বিধায়ক রয়েছেন যারা নিরাপত্তা নিলেও বাড়িতে সিকিউরিটি রাখার মত জায়গা নেই। সাধারণ পরিবার থেকে উঠে আসা এমন অনেক বিধায়ক নিরাপত্তা নিতে চাননি। পাশাপাশি সন্ত্রাস কবলিত নয় এমন জায়গার বিধায়করাও নিরাপত্তা নিতে অস্বীকার করেছেন।

আরও পড়ুন:করোনায় প্রয়াত চিপকো আন্দোলনের নেতা পদ্মবিভূষণ সুন্দরলাল বহুগুনা

তবে কোচবিহার থেকে যে সমস্ত বিধায়করা এবার নির্বাচনে জয়ী হয়েছেন তারা প্রত্যেকে নিরাপত্তা নিয়েছেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কারণ ওই এলাকায় সন্ত্রাসের পরিবেশ রয়েছে। হিংসা ও সন্ত্রাস কবলিত এলাকার বিধায়ক করায় মূলত এই নিরাপত্তা নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Advt

spot_img

Related articles

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...