Monday, May 12, 2025

কেন্দ্রীয় নিরাপত্তা নিতে অস্বীকার ১৫ বিজেপি বিধায়কের, উঠছে প্রশ্ন

Date:

প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে অনুমান করে বিজেপির জয়ী সমস্ত বিধায়কের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার(Central security) ব্যবস্থা করা হলেও সে নিরাপত্তা নিতে অস্বীকার করলেন একাধিক বিজেপি বিধায়ক(BJP MLA)। বিজেপি সূত্রে জানা যাচ্ছে এই তালিকায় রয়েছেন প্রায় ১৫ জন বিধায়ক।

বর্তমানে নিশীথ প্রামাণিক ও জয়ন্ত সরকার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৭৫। নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার পর বিজেপি সূত্রে জানা গিয়েছিল, প্রত্যেক বিজেপি বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেবে দল। তবে প্রায় ১৫ জন বিধায়ক এই নিরাপত্তা নিতে অস্বীকার করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের(Dilip Ghosh) তরফে জানা গিয়েছে, যাদের নিরাপত্তা দরকার তারা আবেদন করেছিল। কিন্তু অনেকে আছেন যারা আবেদন করেননি। এই তালিকায় রয়েছেন এবারের নির্বাচনে বিজেপির সবচেয়ে গরিব প্রার্থী হিসেবে নজর কেড়ে নেওয়া চন্দনা বাউরিও(Chandana Bauri)। কেন্দ্রীয় নিরাপত্তা না নেওয়ার পেছনে দিলীপ ঘোষ যুক্তি দিয়ে আরও বলেন, আমাদের দলে এমন অনেক বিধায়ক রয়েছেন যারা নিরাপত্তা নিলেও বাড়িতে সিকিউরিটি রাখার মত জায়গা নেই। সাধারণ পরিবার থেকে উঠে আসা এমন অনেক বিধায়ক নিরাপত্তা নিতে চাননি। পাশাপাশি সন্ত্রাস কবলিত নয় এমন জায়গার বিধায়করাও নিরাপত্তা নিতে অস্বীকার করেছেন।

আরও পড়ুন:করোনায় প্রয়াত চিপকো আন্দোলনের নেতা পদ্মবিভূষণ সুন্দরলাল বহুগুনা

তবে কোচবিহার থেকে যে সমস্ত বিধায়করা এবার নির্বাচনে জয়ী হয়েছেন তারা প্রত্যেকে নিরাপত্তা নিয়েছেন বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, কারণ ওই এলাকায় সন্ত্রাসের পরিবেশ রয়েছে। হিংসা ও সন্ত্রাস কবলিত এলাকার বিধায়ক করায় মূলত এই নিরাপত্তা নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Related articles

অলচিকি লিপির উদ্ভাবকের প্রতি শ্রদ্ধা, অবদানের স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

পণ্ডিত রঘুনাথ মুর্মু একজন ভাষাতত্ত্ববিদ, লেখক, নাট্যকার ও সাঁওতালি ভাষায় ব্যবহৃত 'অলচিকি' লিপির (Alchiki script) উদ্ভাবক। তাঁর জন্মদিবসে...

রাজ্যে রক্ষিত বৌদ্ধ ঐতিহ্য, বুদ্ধপূর্ণিমায় শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

সর্বধর্মকে সমানভাবে স্বীকৃতি দিয়ে সম্প্রীতির পরিবেশ রক্ষা করাই বাংলার ঐতিহ্য। যুগে যুগে যেভাবে বাংলার সম্প্রীতির পরিবেশকে আপন করে...

দ্বন্দ্বের আবহে প্রথম শান্তিপূর্ণ রাত কাশ্মীরে, দুপুরে বৈঠকে ভারত-পাক সেনা প্রধানরা

সংঘর্ষ বিরোধী চুক্তির অবমাননা করে শনিবার রাতেও ভারতের সীমান্তবর্তী এলাকায় পাকা হামলা অব্যাহত ছিল। যদিও রবিবার সারাদিন সেভাবে...

পুলওয়ামার আত্মঘাতী হামলায় মদতের কথা স্বীকার করে ফেলল পাকিস্তান

২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলা হয়। শহিদ হন ৪০ জন CRPF জওয়ান। জঙ্গি...
Exit mobile version