Thursday, August 21, 2025

কোভিড বিধি শিকেয় তুলে চারধাম যাত্রা, উত্তরাখণ্ড সরকারকে তীব্র ভর্ৎসনা করল হাইকোর্ট

Date:

কুম্ভ মেলার( Kumbh Mela ) থেকে শিক্ষা নিলোনা উত্তরাখণ্ড সরকার (Uttarakhand government)। দেশ জোড়া এই করোনা আবহের (Corona pandemic)মধ্যেই কোভিড বিধি (covid protocol) শিকেয় তুলে শুরু হয়ে গেল চারধাম যাত্রা(char dham Yatra)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World health organisation) এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ (ICMR)বারবার সাবধান করেছে যে ভারতে করোনার সাংঘাতিক প্রজাতির স্ট্রেইন (new strain of coronavirus)ধর্মীয় সমাবেশ থেকেই ছড়িয়েছে। তা সত্ত্বেও সাবধান হওয়ার প্রয়োজন মনে করল না উত্তরাখণ্ড সরকার। তাই শুক্রবার হাইকোর্ট (Uttarakhand High court) তীব্র ভাষায় ভর্ৎসনা করলো উত্তরাখণ্ড সরকারকে। এদিন আদালত জানিয়ে দিল, যেভাবে করোনা (Coronavirus) অতিমারীর এই ভয়াবহ পরিস্থিতিতেও কুম্ভের পরে চারধাম যাত্রায় কোনওরকম কোভিড বিধি মানা হচ্ছে না তা অত্যন্ত লজ্জাজনক। হাইকোর্টের প্রধান বিচারপতি আরএস চৌহান ও বিচারপতি অলোক ভার্মাকে নিয়ে গঠিত বিশেষ বেঞ্চ রীতিমতো তিরস্কার করে উত্তরাখণ্ড সরকারকে। আদালত সাফ জানিয়ে দেয়, ‘‘যান, গিয়ে দেখে আসুন সেখানে কী হচ্ছে।’’ সম্প্রতি চারধামের মন্দিরগুলি খুলে দেওয়া হয়েছে । নিয়মিত পুজো প্রার্থনা চলছে সেখানে। প্রথমে বলা হয়েছিল মন্দিরগুলিতে কোভিড বিধি পুরোপুরি মেনে চলা হবে। কিন্তু অভিযোগ, সেখানে কোনরকম বিধি মানা হচ্ছে না । সামাজিক দূরত্ব কিংবা মাস্ক পরিধান কিছুই সেখানে মানা হচ্ছে না। যদিও পর্যটন সচিব দি‌লীপ জাওয়ালকারের দাবি, প্রতিটি মন্দিরেই নির্দিষ্ট সংখ্যক পর্যবেক্ষক রয়েছেন যাতে কোভিড বিধি মানা হয়। কিন্তু আদালত এদিন স্পষ্ট জানিয়ে দেয়, চারধামে প্রকৃত অর্থে কী হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি, ভিডিও উঠে আসছে । যা রাজ্য সরকারের এই দাবিকে কোনভাবেই সমর্থন করে না। এই প্রসঙ্গ তুলে এদিন আদালত জানায়, ‘‘কেন আমরা এভাবে আমাদের নিজেদেরই লজ্জিত করছি? আপনারা আদালতকে মূর্খ প্রমাণ করতেই পারেন। কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করতে পারেন না।’

Related articles

পর্দায় এবার রাজশেখর বসুর জীবন, আসছে ‘পরশুরাম, দ্য আনটোল্ড স্টোরি’

পরিচালক অভিজিৎ পাল ও তাঁর বন্ধুদের প্রযোজনায় আসছে রাজশেখর বসুর (Rajshekhar Basu) জীবন নিয়ে প্রথম তথ্যচিত্র ‘পরশুরাম, দ্য...

নেপালের সঙ্গেও দ্বন্দ্বে মোদি! চিন-বাণিজ্য ইস্যুতে ‘নতুন’ সীমান্ত সমস্যা

চীনের সঙ্গে নতুন করে বাণিজ্য শুরু করতে গিয়ে একের পর এক ধাক্কা ভারতের উপর। একদিকে ভারত চিনের বাণিজ্যিক...

২০৩০-এর আগে সড়ক দুর্ঘটনা কমবে ৫০ শতাংশ: প্রতিশ্রুতি ParaSafe-এর

স্বাধীনতা দিবসে কলকাতায় রোড সেফটি এক্সপেরিয়েন্স জোন চালু করে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছে প্যারাসেফ (ParaSafe)। উদ্ভাবনী ও...

আমাদের বেতন কোথায়: নীতীশকে দেখে বিক্ষোভে ফেটে পড়লেন মাদ্রাসা শিক্ষকরা

ভোটমুখী বিহারে মিথ্যে প্রচার চালিয়েই ফের একবার গদি ধরে রাখার চেষ্টায় জেডিইউ (JDU) মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)।...
Exit mobile version