Sunday, November 16, 2025

ভয়াবহ করোনা পরিস্থিতিতে মুর্শিদাবাদবাসীর সাহায্যার্থে প্রধানমন্ত্রীকে চিঠি অধীরের

Date:

করোনা পরিস্থিতিতে(corona situation) গোটা দেশের পাশাপাশি রাজ্যের অবস্থাও গুরুতর। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে নিজ জেলার মানুষের সাহায্যার্থে উঠে পড়ে লাগলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী(adhir Ranjan Chowdhury)। মুর্শিদাবাদবাসীর সহায়তার জন্য একাধিক আবেদন জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে(Narendra Modi) চিঠি লিখলেন তিনি। যে চিঠিতে তিনি অনুরোধ করেছেন দেশের অন্যান্য রাজ্যগুলির মত মুর্শিদাবাদ(Murshidabad) জেলাতেও যেন সরাসরি পিএম কেয়ারসের অর্থে ডিআরডিও-র ৫০০ শয্যার হাসপাতাল ও রোগীদের সহায়তার জন্য অক্সিজেন প্লান্ট বসানোর।

শুক্রবার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এক চিঠিতে বীরভূমের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী লেখেন, “রাজ্যের অন্যতম গরিব জেলা মুর্শিদাবাদ। এখানকার মানুষের বার্ষিক গড় আয় দরিদ্র সীমার অত্যন্ত নিচে। ভয়াবহ এই করোনা পরিস্থিতি তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলেছে। গুরুতর এই অবস্থায় আমি আবেদন করছি অন্যান্য রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও গুরুতর অসুস্থ করোনা রোগীদের জন্য ডিআরডিও ৫০০ শয্যার করোনা হাসপাতাল গঠন করা হোক।” পাশাপাশি তিনি আরও লেখেন, “প্রধানমন্ত্রীর কাছে আমার দ্বিতীয় অনুরোধ, মুর্শিদাবাদ জেলায় করোনা আক্রান্ত রোগীদের সহায়তার জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন প্লান্ট গঠন করা হোক। একইসঙ্গে তিনি অনুরোধ জানান, করোনা পরিস্থিতিতে মুর্শিদাবাদবাসীর সাহায্যার্থে উপরোক্ত খাতে পিএম কেয়ারস ফান্ডের অর্থ সরাসরি পাঠানো জন্য।”

আরও পড়ুন:ভোটের আগে ছিল ঘরের ছেলে, এখন তাঁরাই পর! করোনা অতিমারিতে দেখা নেই বিজেপি বিধায়কদের

উল্লেখ্য, এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার মুর্শিদাবাদবাসীর সমস্যায় ঝাঁপিয়ে পড়তে দেখা গিয়েছে বহরমপুরের সংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। গতবছর লকডাউনের সময় ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সহায়তার আর্জি জানিয়ে ছিলেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রীও। গুরুতর এই পরিস্থিতিতে ফের একবার সাহায্য চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন অধীর।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version