মদন মিত্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। কিছুদিন আগেই তিনি করোনা আক্রন্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে গত সোমবার নারদ মামলায় সিবিআই গ্রেফতার করার পর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। এই মুহূর্তে তিনি এসএসকেম হাসপাতালের এর উডবার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার সকাল থেকে বারবার মদন মিত্রের শারীরিক পরীক্ষা করেন চিকিত্সকরা। এখনও অক্সিজেন দিতে হচ্ছে মদন মিত্রকে। শুক্রবার ইসিজি করা হয়েছে। জানা যাচ্ছে, তাঁর ব্লাড প্রেসার অনেক বেশি, হাইপোগ্লাইসেমিয়া রয়েছে, এছাড়াও রয়েছে করোনা পরবর্তী জটিলতা। রয়েছে প্যালপিটিশনও। কেবিনের দরজা বন্ধ রাখালে তাঁর সাফোকেশন হচ্ছে। কামারহাটির বিধায়ককে কড়া নজরে রাখছেন চিকিৎসকরা।

আরও পড়ুন-এবার ব্যাঙ্ককর্মীদেরও করোনা যোদ্ধা হিসেবে টিকাকরণের সিদ্ধান্ত রাজ্যের
প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার সুব্রত মুখোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। আজ বিকেল ফের একবার মদনের শারীরিক পরীক্ষা হয়। তাঁকে এখনই ছাড়া হবে না তিনি হাসপাতালেই থাকবেন এখনও কোনও সিদ্ধান্ত নেননি চিকিত্সকরা। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন, বর্তমানে মদন মিত্রের যা অবস্থা তাতে বাড়িতে না রাখাই ভালো।
