বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কয়েকদিন আগেই মানিকতলা থানায় সিটিজেন্স ফোরামের তরফ থেকে মৃত্যুঞ্জয় পালের নেতৃত্বে ভোট পরবর্তী সময়ে রাজ্যে সন্ত্রাসে ইন্ধন দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল । আজ শুক্রবার শিয়ালদহ এসিজেএম সেই অভিযোগের নথি তলব করল।

আইনজীবী অয়ন চক্রবর্তী জানিয়েছেন, আদালত জানতে চেয়েছে এই মামলার অগ্রগতি। এফআইআর হয়েছে কিনা।

in no nu
