Wednesday, August 27, 2025

শিলিগুড়িতে নতুন শ্মশান তৈরির বিরোধিতায় ‘নাগরিকবৃন্দ’, অনড় গৌতম

Date:

শিলিগুড়িতে (siliguri)আরও একটি বৈদ্যুতিক শ্মশানঘাট (crematorium) তৈরির কাজে নেমেই নাগরিকদের একাংশের বিরোধিতার মুখে পড়লেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব (Gautam Deb)। যে এলাকায় শ্মশানঘাট তৈরির সিদ্ধান্ত হয়েছে সেই সররোজিনীপল্লি ও লাগোয়া জায়গার বাসিন্দাদের একাংশ মিলে ‘নাগরিকবৃন্দ’ নাম দিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছেন।

তাতে দাবি করা হয়েছে, ওই এলাকায় কলোনি, পাড়া, বস্তি মিলিয়ে ৩০ হাজার বাসিন্দা বসবাস করেন। ঘনবসতিপূর্ণ এলাকায় একটি সুইমিং পুলের ধারে কীভাবে শ্মশানঘাট তৈরির সিদ্ধান্ত হতে পারে তা নিয়ে তাঁরা প্রশ্ন তুলেছেন। ওই এলাকায় শ্মশানঘাট হলে বাসিন্দাদের কম দামে বাড়ি বিক্রি করে চলে যেতে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। ‘নাগরিকবৃন্দ’ নামে যে বিবৃতি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, ওখানে শিল্প-কারখানা, পার্ক গড়া হলে তাঁরা স্বাগত জানাবেন। কিন্তু, শ্মশানঘাট তৈরির সিদ্ধান্তে তাঁদের আপত্তি রয়েছে জানান তাঁরা। তাঁদের আশঙ্কা, ঘনবসতির মধ্যে দিয়ে শবদেহ নিয়ে যাওয়ার ফলে নানা রোগ সংক্রণের আশঙ্কা থাকবে।

তবে কোভিড-১৯ জনিত পরিস্থিতির কারণে তাঁরা প্রতিবাদ কর্মসূচি নিয়েও তা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নাগরিকবৃন্দ। যদিও পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব আগেই জানিয়ে দিয়েছেন, শিলিগুড়ি বাসীদের স্বার্থেই ওই এলাকায় নতুন শ্মশানঘাট হবে।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version