কোপা আমেরিকার (Copa America) আসর বসতে চলেছে আর্জেন্তিনায়( Argentina)। প্রথমে দুই দেশ আর্জেন্তিনা এবং কলম্বিয়াতে(columbia)কোপা আমেরিকার হওয়ার কথা থাকলেও, ১৩ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের দায়িত্ব থেকে সরানো হল কলম্বিয়াকে। করোনার প্রকোপ বেড়ে যাওয়া এবং গৃহযুদ্ধের কারণে দায়িত্ব থেকে সরানো হল কলম্বিয়াকে।

কোপা আমেরিকা খেলতে আসা ফুটবলাররা আর্জেন্তিনায় পা রাখার পরেই চলে যাবেন কোয়ারেন্টাইনে । অন্তত তিন বার করোনার পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে খেলোয়াড়দের। আর্জেন্তিনা দলের ডাক্তার ড্যানিয়েল মার্তিনেজ অবশ্য জানিয়েছেন, কিছু ফুটবলার ইতিমধ্যেই টিকা নিয়েছেন।
আগামী ২৬ মে থেকে খেলোয়াড়রা এজেইজা বলে একটি জায়গায় থাকবে। ফিটনেস সেন্টার, রেস্তেরাঁ, করোনা পরীক্ষার জন্য থাকবে আলাদা আলাদা জায়গা।

আরও পড়ুন:মহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ হলেন আন্দ্রে আলেক্সইভিচ চেরনিশভ
