Thursday, May 8, 2025

খড়দহ উপনির্বাচনে কি তৃণমূল প্রার্থী শোভনদেব? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

হাইকোর্টে নারদ মামলার শুনানির মধ্যেই শুক্রবার দুপুরে আরেক চমক রাজ্য রাজনীতিতে। আচমকা ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রের বিধায়ক পদ থেকে পদত্যাগ করলেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sobhandeb Chattopadhyay)। তবে, রাজ্যের কৃষিমন্ত্রীর পদ ছাড়েননি তিনি। অর্থাৎ ৬ মাসের মধ্যে অন্য জায়গা থেকে বিধায়ক হয়ে আসতে হবে তাঁকে। প্রশ্ন ওঠে এবার কোন আসনে প্রার্থী হবেন রাজ্যের কৃষিমন্ত্রী? সূত্রের খবর, শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দহ থেকে প্রার্থী করতে পারে তৃণমূল (Tmc)। প্রয়াত বিধায়ক কাজল সিনহার (Kajal Sinha) ছেড়ে আসা আসন থেকেই প্রার্থী হবেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা।

শুক্রবার দুপুরে হঠাৎই ভবানীপুর কেন্দ্রের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব। দুপুর দুটো নাগাদ বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Bandapadhyay) হাতে ইস্তফাপত্র তুলে দেন। সেই সময় তাঁর পাশে ছিলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তবে বিধায়কপদ ছাড়লেও রাজ্যের কৃষিমন্ত্রীর পদ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা না দেওয়ায় রাজ্য রাজনীতি জল্পনা শুরু হয়। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandapadhyay) তাঁকে উপনির্বাচনে জিতিয়ে এনে মন্ত্রিসভাতেই রাখতে চান। তবে তাঁকে বিধান পরিষদে রাখা নিয়েও রাজ্য রাজনীতিতে জল্পনা চলছে।

বর্ষীয়ান তৃণমূল নেতা জানিয়েছেন, তিনি চান ভবানীপুর কেন্দ্র থেকেই বিধায়ক হওয়ার জন্য প্রার্থী হোন মমতা। বলেন, “আমার ইচ্ছা এখান থেকেই লড়ে মুখ্যমন্ত্রী পদে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দল আমার জন্য যা সিদ্ধান্ত নেবে, সেটাই বিশ্বস্ত সৈনিকের মতো মাথা পেতে নেব”।

সেক্ষেত্রে কাজল সিনহার ছেড়ে যাওয়া খড়দহ আসন থেকে প্রার্থী করা হতে পারে শোভনদেব চট্টোপাধ্যায়কে। ওই কেন্দ্রে এবার ভাল ব্যবধানেই জিতেছেন কাজল। কিন্তু ফলপ্রকাশের আগেই তার করোনায় মৃত্যু হয়। সেই কেন্দ্রটি ফাঁকা রয়েছে। যদিও, তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে এখনও শোভনদেবের প্রার্থীপদ নিয়ে চূড়ান্ত কিছু জানানো হয়নি। খড়দহ কেন্দ্রে প্রার্থী হবার বিষয় নাম শোনা গিয়েছে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রেরও (Amit Mitra)। তিনিও এখনো নির্বাচিত বিধায়ক নন। তবে এই মুহূর্তে কাজল সিনহার ছেড়ে যাওয়া কেন্দ্রটিতে শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন রাজনৈতিক মহল।

আরও পড়ুন- করোনায় প্রয়াত চিপকো আন্দোলনের নেতা পদ্মবিভূষণ সুন্দরলাল বহুগুনা

Advt

 

 

spot_img

Related articles

রিপোর্টে ‘জল মেশান’ বঙ্গ বিজেপি নেতৃত্ব! তীব্র কটাক্ষ বনসলের, বৈঠকে ডাক না পেলেও ইডেনে দিলীপ 

বাংলার রিপোর্ট দেখেছি ঝকঝকে হয়। আর কোনও রাজ্যের এত ভাল রিপোর্ট নয়। কিন্তু কাজের সময় দেখেছি সাংগঠনিক রিপোর্টে...

বোলিং ব্যর্থতায় ঘরের মাঠেই আশা শেষ নাইট রাইডার্সের

ডেওয়াল্ড ব্রেভিস(Dewald Brevis) এবং শিবম দুবের ইনিংসটাই যেন সব শেষ করে দিল। ৬০ রানে ৫ উইকেট থেকে নাইট...

ইডেনে কেকেআর বনাম সিএসকে ম্যাচ চলাকালীন বোমা মারার হুমকি!

বোমা মেরে ইডেন(Eden) ওড়ানোর হুমকি। কলকাতা নাইট রাইডার্স(KKR) বনাম চেন্নাই সুপার কিংস(CSK) ম্যাচের আগে হঠাত্ই সিএবের(CAB) ইমেল আইডিতে...

যুদ্ধ পরিস্থিতির আবহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রুখতে সক্রিয় রাজ্য! নবান্নে জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর

দেশজুড়ে সম্ভাব্য যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতির আবহে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন নাগালের বাইরে না চলে যায়, তা নিশ্চিত করতে...