Sunday, November 9, 2025

মামলায় ঠিকানা বেহালার,যেতে চান গোলপার্ক, নতুন বিভ্রাটে শোভন

Date:

CBI -এর নথিতে এবং মামলার চার্জশিটে শোভন চট্টোপাধ্যায়ের ঠিকানা ৩৬, মহারানি ইন্দিরাদেবী রোড, কলকাতা- ৭০০০৬০, কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি গৃহবন্দি থাকতে চান গোলপার্কের ফ্ল্যাটে৷ শোভনের ক্ষেত্রে তৈরি হয়েছে নতুন এই ঠিকানা বিভ্রাট৷

প্রসঙ্গত, স্ত্রী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য বিবাদ শুরু হওয়ার আগে বেহালার বাড়িতেই থাকতেন শোভন৷ কিন্তু বর্তমানে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোলপার্কের একটি ফ্ল্যাটে থাকেন তিনি৷ CBI সূত্রের খবর, তাঁদের সব নথিতেই শোভন চট্টোপাধ্যায়ের ঠিকানা হিসেবে রয়েছে বেহালার বাড়ি৷ কিন্তু তিনি এখন যেতে চাইছেন গোলপার্কের ফ্ল্যাটে৷ শুক্রবার শোভন সহ চার নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দেয় হাইকোর্ট৷ গৃহবন্দি অবস্থায় চার নেতার নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রেসিডেন্স জেল কর্তৃপক্ষ৷ ফিরহাদ হাকিম শুক্রবারই চেতলায় নিজের বাড়ি পৌঁছে গিয়েছেন৷ হাসপাতালে থাকা বাকি তিন নেতা কোথায় গৃহবন্দি থাকবেন, সেই তথ্য জেল কর্তৃপক্ষকে জানাতে হচ্ছে প্রত্যেককে৷ তখনই শোভন জানান, তিনি থাকবেন গোলপার্কে৷ CBI সূত্রে খবর, তিন নেতার মধ্যে কেউ যদি নথিভুক্ত ঠিকানার বাইরে অন্য কোথাও গৃহবন্দি থাকতে চান, সেক্ষেত্রে তার পিছনে যথাযথ কারণ ব্যাখ্যা করে জানাতে হবে৷ সেই কারণ গ্রহণযোগ্য মনে না হলে সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে নতুন আইনি পদক্ষেপ করতে পারে তারা৷ শোভন হাসপাতাল থেকে ছুটি পেয়ে কোন ঠিকানায় যান,সেদিকে নজর রাখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ বাকি তিন জনের ক্ষেত্রে এই ধরনের সমস্যা না হলেও শোভনের গৃহবন্দি- ঠিকানা নিয়ে নতুন এই বিভ্রাট সৃষ্টি হয়েছে৷

Related articles

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...
Exit mobile version