Wednesday, May 14, 2025

মিথ্যে ধরার মেশিন কোথায় পাওয়া যায়? তা নিয়ে এবার তোলপাড় নেটদুনিয়া। কেউ চান তার ভালোবাসার মানুষের মিথ্যে ধরতে , কেউ আবার চান অফিস কলিগদের মিথ্যে ধরতে। ঠিক যেমন ‘ডাক টেলস’ কার্টুনের সেই হার্প। যে মিথ্যে বললেই বলে উঠতো, ‘তুম হো ঝুটে, ঝুটে’। এমন কিছু থাকলে মিথ্যে বলে পার পাওয়া যেত না। তাই মিথ্যে ধরার মেশিনের বড় চাহিদা। কিন্তু কোথা থেকে নেটাগরিকরা এই মেশিন আবিষ্কার করলেন! সম্প্রতি অ্যামাজন প্রাইম আসছে ‘দ্য ফ্যামেলি ম্যান’ সিরিজ ২। তার আগেই একটি প্রোমো রিলিজ করা হয়েছে। যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় রীতিমত ভাইরাল হয়ে উঠেছে। সেখানেই এই মিথ্যে ধরার মেশিন দেখা যাচ্ছে।

যদিও দ্য ফ্যামেলি ম্যানের প্রথম সিরিজের ভিডিও এটি। সিরিজ ২ আসার আগেই ভাইরাল হয় এই পুরোনো ভিডিও। প্রথম পার্টের সময় রিলিজ করা এটি। সেখানে দেখা যাচ্ছে মনোজ বাজপেয়ি ওরফে শ্রীকান্তের কাছের বন্ধু জেকে একটি মিথ্যে কথা ধরার মেশিন শ্রীকান্তের বাড়ি নিয়ে আসে। মিথ্যে বলললেই ওই মেশিন আওয়াজ করতে শুরু করে দেয়। এই এপিসোডটি আগেও বেশ জনপ্রিয় হয়েছিল। সিরিজ ২ রিলিজের আগেই আরও একবার ভাইরাল হল এই ভিডিওটি। নেটদুনিয়ায় এই ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। এমনকি নেটাগরিকদের মধ্যে কেউ কেউ আবার বলছেন তাঁদের এমন এক মেশিন চাই। সিরিজে দেখানো হলেও মিথ্যে ধরার মেশিন যে নেই ঠিক তা নয়। বাস্তবে সত্যিই আছে লাই ডিটেক্টর মেশিন। কিন্তু কোথায় পাওয়া যাবে এই মেশিন। তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

প্রসঙ্গত, এর আগে ‘দ্য ফ্যামিলি ম্যান ‘ সিরিজের প্রথম পর্বই দর্শকদের মন জয় করে নিয়েছিল। মনোজ বাজপেয়ি, প্রিয়ামণি, শরিব হাসমির অসাধারণ অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। কীভাবে সিক্রেট এজেন্ট মনোজ বাজপেয়ি সংসার, কাজ এবং ছদ্মবেশকে এক সঙ্গে বয়ে নিয়ে গিয়ে গল্পের নতুন মোড় আনেন তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছিল। প্রথম সিরিজেই মনোজ বাজপেয়ি সকলের মন জিতে ছিলেন। অধীর আগ্রহে দর্শক দ্বিতীয় সিরিজের জন্য অপেক্ষা করছিল। জুনের চার তারিখেই দেখা যাবে এই সিরিজ।

Related articles

সন্ত্রাসবাদ রোখার সময় শান্তি চেয়ে পথে! বাম মিছিলে ইন্দিরা-স্তূতি

গোটা দেশ একজোট হয়ে সন্ত্রাসবাদের মোকাবিলায় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তকে সমর্থনের পথে গিয়েছে সিপিআইএম (CPIM) কেন্দ্রীয়...

আন্টি ও মনে হয় আর নেই: আকুল হয়ে রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী

যে ফোনটি পেয়ে উদভ্রান্তের মতো ছুটে গিয়েছিলেন সৃঞ্জয় দাশগুপ্তর মা রিঙ্কু মজুমদার, সেটি করেছিলেন তাঁর বান্ধবী। ফোনে তিনি...

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...
Exit mobile version