Wednesday, November 12, 2025

কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী নারদ মামলায় ধৃত চার হেভিওয়েট নেতা গৃহবন্দি। তবে সবাই যে বাড়িতে আছেন এমনটা নয়। অসুস্থ হলেও প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে কখনোই এসএসকেএম-এ (Sskm) যাননি মন্ত্রী ফিরহাদ হাকিম (Fakim Hakim)। সেই কারণে আদালত থেকে তাকে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া মাত্র তিনি জেল হেফাজত থেকে বাড়ি ফিরে যান। দীর্ঘ টালবাহানার পরে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishakhi Benarjee) হাত ধরে বাড়ি ফিরে গিয়েছেন শোভন চট্টোপাধ্যায় (Shobhan Chetterjee)। তবে চিকিৎসার কারণে এখনো এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে রয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukharjee) ও বিধায়ক মদন মিত্র (Madan Mitra)।

হাইকোর্টের রায় অনুযায়ী, গৃহবন্দি বা হোম অ্যারেস্ট হওয়ার পর সেইদিনই প্রেসিডেন্সি জেল থেকে বাড়ি চলে যান ফিরহাদ হাকিম।

শুক্রবার, রাতের দিকে আগের থেকে শারীরিক অবস্থার হওয়ার শোভন চট্টোপাধ্যায়কে প্রথমে এসএসকেএম থেকে প্রেসিডেন্সি জেলে যাওয়া হয়। কারণ তার ঠিকানা সংক্রান্ত একটি জটিলতা ছিল। সেই জটিলতা কাটিয়ে তিনি তাঁর গোলপার্কের বাড়িতে চলে যান। এখন এসএসকেএম হাসপাতালে উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন দুই হেভিওয়েট নেতা মদন মিত্র এবং সুব্রত মুখোপাধ্যায়।

কেমন আছেন মদন মিত্র? এদিন একবার উডর্বান ওয়ার্ডের ব্যালকনিতে মদন মিত্রকে দেখা গেলে সাংবাদিকরা প্রশ্ন করেন, “কেমন আছেন মদনদা?” উত্তরে হাত নেড়ে শুধু নমস্কার জানিয়ে নিজের ঘরে চলে যান মদন মিত্র।

এসএসকেএম সূত্রের খবর, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্রের শারীরিক অবস্থা স্থিতিশীল। মদন মিত্রকে শুক্রবার থেকে খেপে খেপে অক্সিজেন দেওয়া হচ্ছে।

সুব্রত মুখোপাধ্যায়ের ভোকাল কর্ডের সমস্যা রয়েছে। সেই জন্য তার ভোকাল কর্ড থেরাপি অফ স্পিচ থেরাপি চলছে।

আরও পড়ুন:Cyclone Yass : যশ মোকাবিলায় তৈরি সেনাবাহিনী, নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও ইঞ্জিনিয়র টাস্ক ফোর্স

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version