Saturday, August 23, 2025

আচ্ছে দিনের ‘মিথ্যাচার’: মাথাপিছু আয়ে ভারতকে পিছনে ফেলল বাংলাদেশও

Date:

করোনা পরিস্থিতিতে(corona situation) বেহালদশা ভারতের। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ মোদি সরকার(Modi government) ঘরে-বাইরে সমানভাবে বিদ্ধ হচ্ছেন সমালোচনা। এমন অবস্থাতেই আচ্ছে দিনের স্বপ্নে মশগুল মোদি সরকারের কাটা ঘায়ে নুনের ছিটে দিলো বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের(Bangladesh) জাতীয় পরিকল্পনা বিষয়ক মন্ত্রী দাবি করলেন এই মুহূর্তে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের(INDIA) চেয়ে বেশি। প্রসঙ্গত গত বছরই এই পূর্বাভাস দিয়েছিল আইএমএফ(IMF)। এবার তা মিলে গেল হাতেনাতে।

বাংলাদেশের জাতীয় পরিকল্পনা বিষয়ক মন্ত্রী(planning minister) এম এ মান্নান সম্প্রতি জানান, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে হয়েছে ২,২২৭ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লক্ষ ৮৮ হাজার ৮৭৩ টাকা। গতবছর যা ছিল ২,০৬৮ মার্কিন ডলার। অর্থাৎ অংকের হিসেবে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে ১৬৩ ডলার। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ৯% আয় বেড়েছে বাংলাদেশবাসীর। পাশাপাশি ভারতের মাথাপিছু আয় যদি দেখা যায় তবে তা হলো মাত্র ১,৯৪৭ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশের তুলনায় ২৮০ মার্কিন ডলার কম। স্বাভাবিকভাবেই এই তথ্য প্রকাশ্যে আসার পর দেশবাসীকে ট্রিলিয়ন অর্থনীতির স্বপ্ন দেখানো মোদি সরকারের নগ্ন চেহারাটা আরও একবার প্রকাশ্যে চলে এসেছে।

আরও পড়ুন:পারফেক্ট ক্রাইম’: কোথায় স্টোনম্যান?

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে গত বছর ভারতের অর্থনৈতিক বৃদ্ধি ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিল। সেই সময় আইএমএফের তরফে রিপোর্ট পেশ করে জানানো হয়েছিল ২০২০ সালে মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে দেবে বাংলাদেশ। যদিও সে দাবি কার্যত ফুৎকারে উড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। বছর শেষে সেটাই এবার সত্যি হয়ে দেখা দিল। উল্লেখ্য, অর্থনীতির ভাষায় মাথাপিছু আয় হল নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাসবাসকারী সকলের গড় আয়।

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version