Thursday, November 13, 2025

শেষ ৫ বছরে ২৪টি ঘূর্ণিঝড়, এবার হিমায়নের আশঙ্কার কথা শোনালেন আবহাওয়াবিদ

Date:

শেষ পাঁচ বছরে ২৪টি ঘূর্ণিঝড়। আর এর কারণ বিশ্ব উষ্ণায়ন।উষ্ণায়নের ফলে সারা পৃথিবীতেই আবহাওয়ার এমন তাণ্ডব। এমনই অশনি সঙ্কেতের কথা শোনালেন আবহাওয়াবিদ সুজীব কর। তাঁর স্পষ্ট কথা, উষ্ণায়ন নয়, আসছে হিমায়ন। আর যশের মতো ঘূর্ণিঝড় আগামিদিনে আরও হবে।

সুজীবের বক্তব্য, বিশ্বের জলচক্রের ওপর নির্ভর করে সমুদ্র, নদী, খাল, বিল, পুকুর। এরসঙ্গে গাছপালাও যুক্ত। আর বিশ্ব উষ্ণায়ন জলচক্রের গতিবেগে বাড়িয়ে দেয়। এর ফলে মেরু অঞ্চলে, পার্বত্য হিমালয়ের বরফ গলে যাচ্ছে অর্থাৎ জলের পরিমানকে জলচক্র বাড়িয়ে তুলছে। আর এই জলের পরিমান বেড়ে যাওয়ার ফলে ভূমির পরিমান কমে যাচ্ছে!। এর দরুন জলের সক্রিয়তা বেড়ে যাচ্ছে। তখন জলের উষ্ণতা বেড়ে যে নিম্নচাপ তৈরি করছে সেটা ভূমিভাগে তৈরি হওয়া নিম্নচাপের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়।জলভাগে তৈরি হওয়া নিম্নচাপটি তখন আবহাওয়ার পরিমণ্ডলে পর্যাপ্ত পরিমাণে ভেপার অর্থাৎ ভাপ নির্গত করতে থাকে, যেটা আবহাওয়ার পরিমণ্ডলের নেওয়ার ক্ষমতার থেকে অনেক বেশি। অর্থাৎ অতিরিক্ত পরিমানে ভেপার পরিমণ্ডলে চলে আসে। যাকে ভূগোলের ভাষায় বলা হয় ‘ইনক্রিজ অফ ভেপার প্রেসার’। এই প্রক্রিয়াই অতি দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যায়।

এরজন্যই সাইক্লোনের সংখ্যা বাড়ছে বলে জানালেন আবহাওয়াবিদ সুজীব কর। তাঁর কথায় এই সংখ্যা উত্তরোত্তর পৃথিবীতে আরও বাড়বে। উষ্ণায়নের অন্যতম প্রভাব হলো হিমায়ন। অর্থাৎ এর পরিণতি তুষার যুগে ঢুকে পড়া। জলের পরিমান বাড়বে, ভূমিভাগ পর্যাপ্ত পরিমান উষ্ণতা পাবে না অথচ ভূমিভাগ থেকে উষ্ণতা নির্গত হবে। এর ফলে ধীরে ধীরে মানুষ শীতল পরিমণ্ডলে ঢুকে পড়বে।

আর এর ফলে নেমে আসবে হিমযুগ। আর এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানালেন সুজীব। অর্থাৎ আর বিশ্ব উষ্ণায়ন নয় মানুষ এগিয়ে চলেছে বিশ্ব হিমায়নের পথে। পৃথিবীতে মানুষ সবথেকে পরে এসেছে, কিন্তু এর প্রভাবে মানুষকে সবথেকে আগে বিলীন হয়ে যেতে হবে বলে সুজীব করের স্পষ্ট কথা।

আরও পড়ুন:নজির গড়লেন লেয়নডস্কি, ভেঙে দিলেন কিংবদন্তি মুলারের রেকর্ড

 

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version