Thursday, August 21, 2025

গরমে জেলা জুড়ে ব্লাড সেন্টারে রক্ত সংকট ঘাটতি মেটাতে মারিয়া চেষ্টা করছেন বিভিন্ন সংগঠন। এই চরম সংকটময় সামাজিক পরিস্থিতিতে এই করোনা মহামারির মধ্যেই সরকারি স্বাস্থ্যবিধি মেনে বাংলা সিটিজেন্স ফোরাম ও উদ্যোগের সহযোগিতায় সুকিয়া স্ট্রিটে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হল। সোমবার এই রক্তদান শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান করেন। ভ্রাম্যমাণ শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে রক্তদান শিবির আয়োজন করা হয়।এই ভ্রাম্যমাণ রক্তদান শিবিরে কোভিড বিধি মেনে মোট ৩০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ, সিটিজেন্স ফোরামের তরফে জয় মুখোপাধ্যায়, ছিলেন আইনজীবী ও উত্তর কলকাতা তৃণমূল যুব সভাপতি অনিন্দ্য রাউত, পুর কোঅর্ডিনেটর জীবন সাহা প্রমুখ। 

রক্তদানের পর কুণাল ঘোষ বলেন, রক্তদান মহৎ দান । আমি নিজে রক্ত দেওয়ার পর এর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলি । এই গরমে অনেক জায়গাতেই রক্ত সংকট দেখা দিয়েছে। সেখানে কোভিড পরিস্থিতিতে এই রক্তদান শিবিরের আয়োজন সত্যিই প্রশংসনীয় । রক্ত দেওয়া অত্যন্ত ভালো কাজ। রক্ত দিলে আবার শরীরে নতুন রক্ত তৈরি হয়। তাই রক্তদান নিয়ে যাদের অন্য রকম ধারণা আছে, এখানে রক্ত দিতে এলে তাদের সেই ধারণা বদলে যাবে। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে এখানে রক্ত নেওয়া হচ্ছে । চিকিৎসকরা পরীক্ষার পরেই ছাড়পত্র মিলছে আদৌ তিনি রক্ত দিতে পারবেন কিনা।

সিটিজেন্স ফোরামের জয় মুখোপাধ্যায় বলেন, আমাদের এই প্রয়াস সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব হয়েছে । আগামী দিনে আরও বড় আকারে আমরা এই রক্তদান শিবির আয়োজন করার চেষ্টা করব।
রক্তদাতাদের উদ্যোক্তাদের পক্ষ থেকে একটি চারা গাছ উপহার দেওয়া হয়। উদ্যোক্তাদের বক্তব্য, রক্তদান যেমন একটি মানুষকে জীবন দান করে, তেমনই একটি গাছ একটি প্রাণ । তাই আমরা সমাজের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে গাছ লাগান প্রাণ বাঁচান।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version