Sunday, November 16, 2025

Cyclone Yass : যশের জন্য কতখানি তৈরি কলকাতা? করোনা মোকাবিলার কাজ কি বিঘ্নিত হতে পারে?

Date:

শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় যশ। আবহবিদদের মতে, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে অতি মারাত্মক ঘূর্ণিঝড়ের আকার ধারণ করে আছড়ে পড়বে যশ। গতবার আমফান লেজের ঝাপটা দিয়ে তছনছ করে দিয়েছিল কলকাতাকে। আমফানের মতো এবারেও কি শহরে ‘লেজ’-এর ঝাপটা, না’কি কলকাতার কাছেই হবে ‘Landfall’ ?

⏺️ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২৬ মে অর্থাৎ বুধবার দুপুর থেকেই যশের প্রভাব পড়বে কলকাতায়। চলবে ভারী থেকে অতিভারী বৃষ্টি। বৃষ্টির সঙ্গে বইবে ৯০-১০০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ঝড়ের গতিবেগ ক্রমশ বাড়বে যশের ল্যান্ডফলের পরে। আবহবিদরা জানাচ্ছেন, কলকাতার গা ঘেঁষে যেতে পারে যশ। এই অতি মারাত্মক ঘূর্ণিঝড়ের ডানদিকে থাকতে পারে কলকাতা। ভালোমতোই প্রভাব পড়তে পারে শহরে। পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও এলাকায় আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার।

আরও পড়ুন-Cyclone Yass : ক্রমশ শক্তিশালী হচ্ছে যশ, আজ থেকেই বৃষ্টি শুরুর সম্ভাবনা এই জেলাগুলিতে

  • কলকাতায় বিপজ্জনক বাড়ি প্রায় ১৭০০, এর মধ্যে পুরসভার খাতায় রয়েছে ১০০ বাড়ি ‘অতি বিপজ্জনক’৷ কী ব্যবস্থা করছে পুরসভা ?

⏺️ কলকাতা পুরসভা চিন্তিত পুরনো বাড়িগুলিকে নিয়ে। তার জন্য আগে থেকে সতর্ক রয়েছে প্রশাসন।

  • কলকতা কতখানি তৈরি?

⏺️ ঘূর্ণিঝড় মোকাবিলায় ইতিমধ্যেই কলকাতা পুরসভা, সিইএসসি ও পূর্ব দফতর বৈঠক করেছে। এই বৈঠক হয়েছে ভার্চুয়ালি। উপস্থিত ছিল কলকাতা পুলিশও। ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় ইতিমধ্যেই ২০ টি দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। ঝড়ের পর বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে ২৫০ কর্মীকে প্রস্তুত রাখছে সিইএসসি। পূর্ববর্তী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কলকাতার বিভিন্ন এলাকায় বিপজ্জনক গাছ কাটার কাজ শুরু হয়েছে পুরসভা। এছাড়াও সরানো হয়েছে হোর্ডিং থেকে শুরু করে পোস্টার এবং বিলবোর্ড।

  • সংক্রমণ মোকাবিলার কাজ কি বিঘ্নিত হতে পারে ?

⏺️ ঘূর্ণিঝড় যশের কারণে কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে করোনা মোকাবিলার কাজ। ঘূর্ণিঝড়ের ফলে বিছিন্ন হতে পারে বিদ্যুৎ পরিষেবা। ফলে কোভিড হাসপাতালগুলিতে সমস্যা হতে পারে। বিদ্যুৎ পরিষেবা বিছিন্ন হওয়ার ফলে সমস্যা দেখা দিতে পারে ভ্যাক্সিনেশন সেন্টারগুলিতে। তবে সরকারি সূত্রে খবর, আগাম জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে। ফলে কম সমস্যায় পড়তে হতে পারে কোভিড হাসপাতাল এবং ভ্যাক্সিনেশন সেন্টারগুলিকে।

Related articles

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...
Exit mobile version