Tuesday, November 4, 2025

Cyclone Yass : ক্রমশ শক্তিশালী হচ্ছে যশ, আজ থেকেই বৃষ্টি শুরুর সম্ভাবনা এই জেলাগুলিতে

Date:

ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে ‘যশ’। ইতিমধ্যেই গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, উত্তর ও উত্তর-পশ্চিমে এগোতে থাকবে ‘যশ’। সোমবার রাতের মধ্যে আরও শক্তি বাড়বে এই ঘূর্ণিঝড়ের। বুধবার ওড়িশা এবং পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে এই অতি মারাত্মক ঘূর্ণিঝড়। সাগর ও পারাদ্বীপের মধ্যে যশ আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন আবহবিদরা। এর জেরে দুপুর থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-Cyclone Yass : যশের তাণ্ডবের আশঙ্কা, বাতিল পূর্ব ও দক্ষিণ-পূর্বের মোট ১৪৪টি ট্রেন

বুধবার সন্ধেয় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও এলাকায় আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৫৫-১৬৫ কিলোমিটার। রবিবার রাতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। চলছিল ঝোড়ো হাওয়াও। ফলে ভ্যাপসা গরমের হাত থেকে খানিকটা হলেও মুক্তি পেয়েছে শহরবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার সারাদিন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দুপুরের পর থেকে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।

ঘূর্ণিঝড় যশ মোকাবিলায় কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই প্রশাসনের তরফে থেকে সবরকম সতর্কতা অবলম্বন করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় কলকাতা পুরসভা, সিইএসসি ও পূর্ব দফতর বৈঠক করেছে। উপস্থিত ছিল কলকাতা পুলিশও। গ্রামে গ্রামে গিয়ে সতর্কতামূলক প্রচার করছে পুলিশ। ড্রোনের মাধ্যমে চলছে নজরদারিও।

Related articles

SIR-র প্রতিবাদে আজ কলকাতার রাজপথে তৃণমূলের ঐতিহাসিক মিছিল, নেতৃত্বে মমতা-অভিষেক

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শুরু হচ্ছে একইদিনে এসআইআরের প্রতিবাদে পথে নামছে রাজ্যের...

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...
Exit mobile version