Breaking: সন্ত্রাসে প্ররোচনা: কোর্টের হস্তক্ষেপের পর মিঠুনের নামে FIR

ফাইল ছবি

মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)-র নামে অভিযোগ আগেই জমা পড়েছিল মানিকতলা থানায়। অভিযোগকারী বাংলা সিটিজেন্স ফোরামের মৃত্যুঞ্জয় পাল। আইনজীবী অয়ন চক্রবর্তী। এরপর এসিজেএম শিয়ালদা আদালতে কোর্টের হস্তক্ষেপ চান অয়ন চক্রবর্তী। তিনি বলেন,” ভোটের সময় সারা বাংলা ঘুরে সন্ত্রাসে প্ররোচনা দিয়েছেন মিঠুন। তিনি বলেছেন- মারব এখানে লাশ পড়বে শ্মশানে বা এক ছোবলেই ছবি। এগুলি শুধু সিনেমার সংলাপ নয়। এগুলি পরিকল্পিত প্ররোচনা। এর জন্য উত্তেজিত হয়ে বিজেপি কর্মীরা হামলা করেছেন। এরপর আদালত তদন্ত নিয়ে পুলিশি রিপোর্ট তলব করে।
সেই মত মানিকতলা থানা মিঠুনের নামে এফ আই আর করেছে। সোমবারের খবর, পুলিশ তদন্তে মিঠুনকে 41A ধারায় নোটিস পাঠাচ্ছে।

Advt