অ্যান্টিগুয়া থেকে নিখোঁজ জালিয়াত হিরে ব্যবসায়ী মেহুল চোকসি

0
2

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে(Punjab National Bank) আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী(diamond merchant) মেহুল চোকসি ভারত থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছিলেন অ্যান্টিগুয়াতে। সেই দেশের উপর ভারত চাপ বাড়াতেই ফের নিখোঁজ হয়ে গেলেন পিএনবি কেলেঙ্কারি মামলার অন্যতম এই অভিযুক্ত। সম্প্রতি অ্যান্টিগুয়ার(antigua) প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন এই তথ্য প্রকাশ্যে এনেছেন। পাশাপাশি অভিযুক্ত এই জালিয়াতের খোঁজে ইতিমধ্যেই নেমে পড়েছে অ্যান্টিগুয়া পুলিশ।

সম্প্রতি অ্যান্টিগুয়ার স্থানীয় সংবাদমাধ্যম অ্যান্টিগুয়ানিউজে প্রকাশিত হয়েছে এই খবর। যেখানে স্থানীয় পুলিশ কমিশনার এটলী রাডনকে উদ্ধৃত করে বলা হয়েছে “ভারতীয় ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi)-র ঠিকানার খোঁজ চলছে। যার নিখোঁজ হওয়ার ‘গুজব’ রয়েছে।” জানা গিয়েছে রবিবার অ্যান্টিগুয়ায় নিজের বাড়ি থেকে একটি গাড়ি নিয়ে বের হন মেহুল। রবিবার ভোর রাতের এই ঘটনার পর দেশের কোথাও আর দেখা যায়নি তাঁকে। অনুমান করা হচ্ছে অ্যান্টিগুয়া থেকে পালিয়ে কিউবাতে গা ঢাকা দিয়ে থাকতে পারেন তিনি। এখানেও একটি বিলাসবহুল বাড়ি রয়েছে তাঁর। পাশাপাশি বিশেষজ্ঞদের অনুমান, নীরব মোদির পাশাপাশি মেহুল চোকসিকে ভারতের ফেরাতে অ্যান্টিগুয়া সরকারের ওপর চাপ বাড়াচ্ছে ভারত। এই অবস্থায় বিপদ বাড়তে পারে অনুমান করেই মেহুল অ্যান্টিগুয়া ছেড়েছে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন:ভ্যাকসিন এখনই সহজলভ্য করা সম্ভব নয়, করোনা-সঙ্কটের মধ্যে জানাল স্বাস্থ্য মন্ত্রক

উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ১৩,৫০০ কোটি টাকা ঋণখেলাপির পর গ্রেফতারি এড়াতে ২০১৮ সালে অ্যান্টিগুয়াতে আশ্রয় নেন হিরে ব্যবসায়ী মেহুল চোকসি। অনায়াসেই এই দেশের নাগরিকত্বও পেয়ে যান তিনি। ততদিনে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে তোড়জোড় শুরু করে ভারত সরকার। লন্ডনের নীরব মোদির পাশাপাশি অ্যান্টিগুয়াতে গা ঢাকা দিয়ে থাকা মেহুল চোকসিকে ভারতে ফেরাতে ক্রমাগত চাপ সৃষ্টি করছিল ভারত সরকার। অনুমান করা হচ্ছে যার ফলেই অ্যান্টিগুয়া ছেড়ে পালিয়েছেন এই জালিয়াত।