Tuesday, August 26, 2025

টুলকিট মামলা: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়ান রেকর্ড করল পুলিশ

Date:

নয়া মোড় নিল টুলকিট মামলা(toolkit case)। ভুয়া খবর(fake news) ছড়ানোর অভিযোগে দায়ের মামলায় এবার ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা রমন সিংয়ের(Raman singh) বয়ান রেকর্ড করলো ছত্তিশগড় পুলিশ(Chhattisgarh police)। গত সোমবার এই মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে এই মামলাটি মূল মামলার সঙ্গে যুক্ত আরেকটি ভুয়ো খবর ছড়ানোর মামলা।

ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলা দায়ের করা এফআইআর-এ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম নথিভুক্ত রয়েছে যার ফলেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়ান রেকর্ড করা হয়। উল্লেখ্য, গত ১৯ মে ছত্তিশগড়ের সিভিল লাইন্স স্টেশনে ভুয়ো খবর ছড়ানো ছাড়াও একটি সম্প্রদায়ের মধ্য বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে টুলকিট মামলার সারিতেই এই দু’‌জনের নামে এফআইআর দায়ের করা হয়। ছত্তিশগড়ের এনএসইউআই দলের প্রধান আকাশ শর্মার অভিযোগের ভিত্তিতে বিজেপির এই দুই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৫(১) বি,সি,৪৯ ও ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন:করোনায় মৃত পতঞ্জলির ডেয়ারি ব্যবসার প্রধানের, চলছিল আলোপ্যাথি চিকিৎসা

এদিকে এই ঘটনায় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রমন সিং। তিনি বলেন, কংগ্রেস ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘ছত্তিশগড়ের পুলিশ আইনের নয়, কংগ্রেসের অঙুলিহেলনে পরিচালিত হচ্ছে।’‌

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...
Exit mobile version