Sunday, November 2, 2025

টুলকিট মামলা: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়ান রেকর্ড করল পুলিশ

Date:

নয়া মোড় নিল টুলকিট মামলা(toolkit case)। ভুয়া খবর(fake news) ছড়ানোর অভিযোগে দায়ের মামলায় এবার ছত্রিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা রমন সিংয়ের(Raman singh) বয়ান রেকর্ড করলো ছত্তিশগড় পুলিশ(Chhattisgarh police)। গত সোমবার এই মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। জানা গিয়েছে এই মামলাটি মূল মামলার সঙ্গে যুক্ত আরেকটি ভুয়ো খবর ছড়ানোর মামলা।

ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলা দায়ের করা এফআইআর-এ প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম নথিভুক্ত রয়েছে যার ফলেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বয়ান রেকর্ড করা হয়। উল্লেখ্য, গত ১৯ মে ছত্তিশগড়ের সিভিল লাইন্স স্টেশনে ভুয়ো খবর ছড়ানো ছাড়াও একটি সম্প্রদায়ের মধ্য বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে টুলকিট মামলার সারিতেই এই দু’‌জনের নামে এফআইআর দায়ের করা হয়। ছত্তিশগড়ের এনএসইউআই দলের প্রধান আকাশ শর্মার অভিযোগের ভিত্তিতে বিজেপির এই দুই শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৫(১) বি,সি,৪৯ ও ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন:করোনায় মৃত পতঞ্জলির ডেয়ারি ব্যবসার প্রধানের, চলছিল আলোপ্যাথি চিকিৎসা

এদিকে এই ঘটনায় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রমন সিং। তিনি বলেন, কংগ্রেস ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘ছত্তিশগড়ের পুলিশ আইনের নয়, কংগ্রেসের অঙুলিহেলনে পরিচালিত হচ্ছে।’‌

Related articles

রবিবাসরীয় বিহার ভোট প্রচার জমজমাট: পুকুরে সাঁতরে নজরে রাহুল

নির্বাচনের আগে শেষ রবিবার। ফলে স্বাভাবিকভাবেই উত্তপ্ত বিহারের রাজনীতি। একদিকে রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ।...

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...
Exit mobile version