ফের শুক্রবার শপথগ্রহণ, এবার ২ মন্ত্রী-সহ ১২ বিধায়ক

রাজ্য বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ১০ জন বিধায়ক এবং ২ মন্ত্রী আগামী শুক্রবার শপথ নেবেন৷ বিধানসভা সচিবালয়ের তরফে এই বিধায়কদের শপথগ্রহণের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, রাজ্যের দুই মন্ত্রী, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ শুক্রবার শপথ নিতে পারেন। প্রসঙ্গত, এই দুই মন্ত্রীই করোনা-কারণে মন্ত্রিসভার শপথগ্রহণের দিন থাকতে পারেননি৷ সেদিন দু’জনই শপথ নিয়েছিলেন ভার্চুয়ালি।

এই দুই মন্ত্রী বাদে সদ্য নির্বাচিত অন্য যে বিধায়করা নির্ধারিত দিনে শপথ নিতে পারেননি নানা কারনে, তাঁরাও শুক্রবার শপথগ্রহণ করবেন বলে জানা গিয়েছে৷ এরা হলেন ,

◾ তৃণমূল
১) ভগবানগোলার বিধায়ক ইদ্রিশ আলি
২) মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র
৩) নওদার বিধায়ক শাহিনা মমতাজ খান
৪) রাইপুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু
৫) চণ্ডীতলার বিধায়ক স্বাতী খোন্দকার
৬) জলপাইগুড়ির বিধায়ক প্রদীপ বর্মা।

◾ বিজেপি

১) ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী
২) দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস
৩) গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়
৪) বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ

আরও পড়ুন- কাশ্মীরের ছকে বাংলাকে ৩ খন্ড করার ষড়যন্ত্র, বিস্ফোরক দাবি হিন্দি দৈনিকের