পূর্ব রেলের প্রথম ‘গ্রিন স্টেশনে’র শিরোপা পেল আসানসোল

পূর্ব রেলের মধ্যে আসানসোল (Asansol) রেল স্টেশন প্রথম আইজিবিএল ( ইন্ডিয়ান গ্রীণ বিল্ডিং কাউন্সিল) ”ইন্ডিয়ান গ্রীন রেলওয়ে স্টেশন প্লাটিয়াম” (GREEN RAILWAY STATION PLATINUM) সম্মানে সম্মানিত হলো। সিআইআই বা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে এই সম্মান পেল আসানসোল স্টেশন।

সিআইআই ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে এই সম্মান দেওয়া শুরু করেছে। আসানসোল স্টেশন ও স্টেশন চত্বরকে পরিবেশ বান্ধব ও সবুজায়ন করার জন্য এই সম্মান দেওয়া হয়েছে। এছাড়াও যেসব বিষয়ের জন্য এই স্বীকৃতি পেল আসানসোল স্টেশন সেগুলি হল:-

  • আসানসোল রেল স্টেশনের দুই দিকেের জঙ্গল পরিষ্কার করে ইকোলজিক্যাল পার্ক করা হয়েছে। স্টেশন চত্বরে “রেস্টুরেন্ট অন হুইল” চালু করা হয়েছে।

  • সোলার বা সৌরশক্তির বিদ্যুৎ আসানসোলে ব্যবহার করা হচ্ছে।
  • স্টেশনে যেসব কামরা জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে সেই জলকেই আবার রিসাইকেলিং করে ব্যবহার করা হচ্ছে।
  • বর্ষার সময়ের জল সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
  • স্টেশন চত্বরকে প্লাস্টিক বা আবর্জনা মুক্ত করার জন্য পরিকল্পনা মতো নিয়মিত কাজ করা হচ্ছে। প্লাস্টিক ও প্লাস্টিকজাত সামগ্রীরও রিসাইকেলিং করা হচ্ছে।

  • এরই সঙ্গে ফেলে দেওয়া লোহার টুকরো ও জিনিস দিয়ে স্টেশনের সামনে নানান শিল্পের কাজ করা হয়েছে। আসানসোল স্টেশনের ভেতরে ও বাইরে সৌন্দর্য বদলানো হয়েছে।সিআইআইয়ের কাছ থেকে এই সম্মান পূর্ব রেলের মধ্যে প্রথম আসানসোল স্টেশন পাওয়ায় ডিআরএম রেলের সব আধিকারিক ও কর্মীদের অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন- শাহের নির্দেশে হেরো প্রার্থী, পাড়ার নেতাদের নিরাপত্তা তুলে নিচ্ছে কেন্দ্র