চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস,দেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছুঁইছুঁই

উদ্বেগ বাড়িয়ে হু হু করে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজারের কাছাকাছি। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে গুজরাত। আর তারপরেই রয়েছে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ।

কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ দেবেগৌড়া একটি টুইটে  রাজ্যেগুলিতে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের পরিসংখ্যান তুলে ধরেছেন। সেখানে দেখা যাচ্ছে,দেশে ব্ল্যাক ফাঙ্গাসে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছে গুজরাতে।  সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮৫৯। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। এই রাজ্যে মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭০ জন। এছাড়াও অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, বিহার, ছত্তিশগড়ের মতো রাজ্যগুলিও রয়েছে।

গত সপ্তাহেই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। একের পর এক রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়তে থাকায় সংশ্লিষ্ট রাজ্যগুলিকে ব্ল্যক ফাঙ্গাসকে  অতিমারি হিসেবে ঘোষণা করেছে। কোভিডের পাশাপাশি নতুন এই ফাঙ্গাসের সংক্রমণ দেশের স্বাস্থ্যব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।