Thursday, August 21, 2025

জলে ডুবতে পারে কলকাতা। গোদের ওপর বিষফোঁড়া। ভরা কোটাল এবং চন্দ্রগ্রহণের সঙ্গে ‘ইয়াস’এর দাপট। ভরা কোটাল, ভারী বৃষ্টির জেরে বুধবার গঙ্গায় জলোচ্ছ্বাসের ধাক্কায় জলমগ্ন হওয়ার প্রবল আশঙ্কা শহরে।

ইতিমধ্যেই ধামড়া ও বালেশ্বরের মধ্যে ল্য়ান্ডফল হয়েছে। ল্যান্ডফল প্রক্রিয়া চলবে ৩ থেকে ৪ ঘণ্টা ধরে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে ৭৫-৮০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি। এবং প্রবল জলোচ্ছ্বাস দেখা যাবে। কলকাতাতেও ৬০-৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক একই সময় কলকাতার গঙ্গায় ভরা কোটাল। সকাল ন’টা পনেরো নাগাদ নদীতে শুরু হবে জোয়ার। বেলা দশটা পঁয়তাল্লিশে সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে জোয়ারের জলের উচ্চতা। সারারাত নবান্নের কন্ট্রোল রুমে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, একে দুর্যোগ, তাতে ভরা কটাল, সঙ্গে চন্দ্রগ্রহণ। ভরা পূর্ণিমায় গঙ্গায় জলস্তর বাড়বে। কলকাতার বিভিন্ন এলাকায় গঙ্গা থেকে জল ঢুকে পড়বে। তার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। আবহবিদরা জানিয়েছেন, চন্দ্রগ্রহণ ও ভরা কোটালের যৌথপ্রভাবে গঙ্গায় জল বৃদ্ধি পাচ্ছে। সঙ্গে ইয়াসের দাপট।

আরও পড়ুন-কলকাতায় টর্নেডোর আশঙ্কা, বাড়িতে থাকার আবেদন মুখ্যমন্ত্রীর

কলকাতা পুরসভার নিকাশিবিভাগের ভারপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং ইতিমধ্যেই লকগেটগুলি পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, জলোচ্ছাস ও জোয়ারের জল বৃদ্ধি পাওয়ায় বুধবার গঙ্গায় সকাল সাড়ে দশটার পর থেকে বিকেল চারটে পর্যন্ত লকগেট বন্ধ থাকবে। তিনি আরও জানান, ভরা কোটালের জেরে মঙ্গলবার গঙ্গায় স্বাভাবিকের চেয়ে ১৬.৭৫ ফুট বেশি উচ্চতায় পৌঁছেছিল জলের উচ্চতা। বুধবার সেটি আরও বৃদ্ধি পেয়ে ১৭.২৫ ফুটের বেশি উচ্চতায় পৌঁছে যাবে বলে জানিয়েছেন তারক সিং। ফলে লকগেট বন্ধ থাকায় ওই সময় প্রবল বৃষ্টির জন্য সমস্ত জল শহরেই জমবে। তার জেরে শহর জলমগ্ন হবেই।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version