Thursday, August 21, 2025

Bjpর অভ্যন্তরীন বৈঠকেই কটাক্ষ আর সমালোচনার মুখে Shuvendu Adhikari. এ নিয়ে প্রচুর জল্পনা চলছে রাজ্য বিজেপিতে।

অতিসম্প্রতি ভার্চুয়াল বৈঠক চলছিল বিজেপি নেতাদের। কিছু এলাকায় দলের কর্মীরা ঘরছাড়া এবং নেতাদের সেসব জায়গায় যাওয়া দরকার, এ নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে ছিলেন তৎকাল বিজেপির শুভেন্দু, আদি বিজেপির সৌরভ শিকদার, অভিজিৎ দাস প্রমুখ। দলের নেতাদের সক্রিয়তা নিয়ে কথা ওঠে। আদি নেতারা সর্বাত্মকভাবে পরিস্থিতি মোকাবিলায় জোর দেন। অভিজিৎ দাস ওরফে ববি সরব হন।

এই সময় শুভেন্দু মোটামুটি প্রবচন বিতরণের স্টাইলে বলেন,” সব নেতাকে এলাকায় যেতে হবে। ফেস বুকে কথা বললে হবে না। বুথে বুথে যেতে হবে।”

এর পরেই প্রয়াত তপন শিকদারের ভাইপো যুবনেতা সৌরভ বলেন,” এগুলো শুনতে ভালো। আদি বিজেপির নেতা, কর্মীরা সবাই প্রাণপণ লড়ছেন। কিন্তু নিরাপত্তা একটা বড় প্রশ্ন। নিজের আর নিজের বাড়ির লোকদের জন্য কেন্দ্রীয় বাহিনী বসিয়ে বাকিদের এলাকায় ঘুরতে বলার আগে ভাবা উচিত। তৃণমূলের মোকাবিলায় জীবন বাজি রেখে কাজ করছেন কর্মীরা। কিন্তু নিরাপত্তা এখানে বড় প্রশ্ন।”

বলা বাহুল্য, সটান জবাবের ইঙ্গিতটা কী ছিল। এরপর আর বৈঠক বেশি এগোয়নি।

বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছেও গিয়েছে। আদি বিজেপির বহু নেতার ক্ষোভ, কয়েকজনের মুরোদ দেখা যাচ্ছে। গোটা গুষ্টির জন্য কেন্দ্রীয় বাহিনী বসিয়ে নেতা সেজে জ্ঞান দেওয়া হচ্ছে। বহু নেতা দিল্লিকে বুঝিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা পান। এখন তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের অবিলম্বে সর্বত্র যেতে হবে।

আরও পড়ুন- পূর্ণিমার ভরা কোটালে উত্তাল সুন্দরবনের নদ-নদী, ভাসছে গ্রাম

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version