Wednesday, November 12, 2025

Bjpর অভ্যন্তরীন বৈঠকেই কটাক্ষ আর সমালোচনার মুখে Shuvendu Adhikari. এ নিয়ে প্রচুর জল্পনা চলছে রাজ্য বিজেপিতে।

অতিসম্প্রতি ভার্চুয়াল বৈঠক চলছিল বিজেপি নেতাদের। কিছু এলাকায় দলের কর্মীরা ঘরছাড়া এবং নেতাদের সেসব জায়গায় যাওয়া দরকার, এ নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যে ছিলেন তৎকাল বিজেপির শুভেন্দু, আদি বিজেপির সৌরভ শিকদার, অভিজিৎ দাস প্রমুখ। দলের নেতাদের সক্রিয়তা নিয়ে কথা ওঠে। আদি নেতারা সর্বাত্মকভাবে পরিস্থিতি মোকাবিলায় জোর দেন। অভিজিৎ দাস ওরফে ববি সরব হন।

এই সময় শুভেন্দু মোটামুটি প্রবচন বিতরণের স্টাইলে বলেন,” সব নেতাকে এলাকায় যেতে হবে। ফেস বুকে কথা বললে হবে না। বুথে বুথে যেতে হবে।”

এর পরেই প্রয়াত তপন শিকদারের ভাইপো যুবনেতা সৌরভ বলেন,” এগুলো শুনতে ভালো। আদি বিজেপির নেতা, কর্মীরা সবাই প্রাণপণ লড়ছেন। কিন্তু নিরাপত্তা একটা বড় প্রশ্ন। নিজের আর নিজের বাড়ির লোকদের জন্য কেন্দ্রীয় বাহিনী বসিয়ে বাকিদের এলাকায় ঘুরতে বলার আগে ভাবা উচিত। তৃণমূলের মোকাবিলায় জীবন বাজি রেখে কাজ করছেন কর্মীরা। কিন্তু নিরাপত্তা এখানে বড় প্রশ্ন।”

বলা বাহুল্য, সটান জবাবের ইঙ্গিতটা কী ছিল। এরপর আর বৈঠক বেশি এগোয়নি।

বিষয়টি রাজ্য নেতৃত্বের কাছেও গিয়েছে। আদি বিজেপির বহু নেতার ক্ষোভ, কয়েকজনের মুরোদ দেখা যাচ্ছে। গোটা গুষ্টির জন্য কেন্দ্রীয় বাহিনী বসিয়ে নেতা সেজে জ্ঞান দেওয়া হচ্ছে। বহু নেতা দিল্লিকে বুঝিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা পান। এখন তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের অবিলম্বে সর্বত্র যেতে হবে।

আরও পড়ুন- পূর্ণিমার ভরা কোটালে উত্তাল সুন্দরবনের নদ-নদী, ভাসছে গ্রাম

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version