আবার অসুস্থ হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার দুপুরে তাকে বীরভূম থেকে আনা হয় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে। এমনিতেই অনুব্রতর প্রবল অ্যাজমার সমস্যা রয়েছে। এদিন সকাল থেকে শ্বাসকষ্ট শুরু হয়। আগে থেকেই জ্বর ছিল। সকাল থেকে গলায় ব্যথা ও জ্বর আসে। প্রথমে এলাকার চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়কে দেখান। তিনি উন্নত চিকিৎসার জন্য কলকাতায় যেতে পরামর্শ দেন। দুপুরের দিকে শ্বাসকষ্ট বাড়লে মেয়ে কোনওরকম সমস্যা বাড়তে না দিয়ে কলকাতায় নিয়ে আসেন। বিকেলে ভর্তি করা হয়। কোভিডের কারণে শ্বাসকষ্ট গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও তাঁর কোভিড পরীক্ষা আগেই নেগেটিভ এসেছে।









