Wednesday, November 5, 2025

নিউ ব্যারাকপুরের গেঞ্জির কারখানায় এখনো নেভেনি আগুন, ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু

Date:

বুধবার রাত সাড়ে তিনটের সময় আগুন লাগে নিউ ব্যারাকপুরের ( New Barrackpore)গেঞ্জির কারখানায় (genji factory)। সকাল থেকেই দমকলের ১৫ টি ইঞ্জিন (fire brigade) ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু এখনো আগুন পুরোপুরি আয়ত্তে আসেনি বলে জানা গিয়েছে (fire at factory)। ঘটনাস্থলে এসেছেন দমকল মন্ত্রী সুজিত বসু(Sujit Basu) । তিনি নিজে দাঁড়িয়ে থেকে আগুন নেভানোর কাজে তদারকি করছেন। রয়েছেন বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভর্মাও। আগুন নেভাতে কাজে লাগানো হচ্ছে অত্যাধুনিক রোবটও। ওই দগ্ধ কারখানার ভিতরে চার শ্রমিকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতেই নিউ ব্যারাকপুরের তালবান্দার ওই গেঞ্জির কারখানায় আগুন লাগে। একটি তিনতলা বাড়ির ভিতরে ওই কারখানাটি। আবার ওই বাড়িরই নিচে ওষুধের গুদাম ও রঙের কারখানা । তাতেও আগুন ছড়িয়ে পড়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, গেঞ্জি কারখানায় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার মজুত ছিল। পাশাপাশি ওষুধের গুদামে রাখা ছিল প্রচুর পরিমাণ স্যানিটাইজার জার। তাছাড়া কারখানায় প্রচুর পেট্রোল মজুত ছিল বলেও খবর। তাই আগুন এত বিধ্বংসী চেহারা নিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, ভোররাত থেকে কারখানার ভিতর থেকে বিকট শব্দ এসেছে বেশ কয়েকবার। অনুমান মজুদ করে রাখা গ্যাস সিলিন্ডারগুলি আগুনের তাপে একটার পর একটা ফেটেছে। আর এই কারণেই আগুন নেভাতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। গেঞ্জির কারখানায়, রং য়ের গুদাম এর ওষুধের গুদামে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু রাখা ছিল । তাই এই অগ্নিকাণ্ড এত বড় আকার নিয়েছে। এখনও বাড়িটির ভিতর ঢুকতে পারেননি দমকলকর্মীরা। বাইরে থেকেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন তারা। কারখানার ভিতরে চার শ্রমিকের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। বাড়ির ভিতর থেকে আগুনের হলকা বেরিয়ে আসছে। কুণ্ডলীকৃত কালো ধোঁয়ায় ঢেকেছে চারিদিক।

দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন “ভিতরে দমকল কর্মীরা ঢোকার চেষ্টা করছে। অত্যাধুনিক রোবট কাজ করছে। কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত হবে। চার জনের আটকে থাকার খবর রয়েছে।” তবে লকডাউনের মাঝে চার কর্মী কারখানায় কী করছিলেন, তাঁরা কী ওখানেই থাকতেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Related articles

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...
Exit mobile version