Sunday, August 24, 2025

পুরুলিয়ায় বিজেপির চক্রান্তের বিরুদ্ধে পুলিশে অভিযোগ তৃণমূলের

Date:

Share post:

দুর্যোগের সময় ‘নোংরা’ রাজনৈতিক চক্রান্ত করে মানুষকে বিপদে ফেলার অভিযোগে বিজেপির পুরুলিয়া জেলা নেতৃত্বের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন পুরুলিয়া জেলা তৃণমূলের (Tmc) সাধারণ সম্পাদক হাজারী বাউরী (Hajari Bauri)। জ্যোতির্ময় সিং মাহাতো, বিদ্যাসাগর চক্রবর্তী, বিবেক রাঙ্গা-সহ ৬ বিজেপি নেতার বিরুদ্ধে রঘুনাথপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হাজারী বাউরী লিখিত অভিযোগে জানান, মানুষের জীবনকে বিপদের মধ্যে ফেলা এবং অশান্তি সৃষ্টি করার অভিযোগে অতিমারি ও বিপর্যয় আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

ঘটনার সূত্রপাত বুধবার সকালে। ঘূর্ণিঝড় ইয়াস (Yaas) সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে যাদের প্রয়োজন তাদের ত্রাণ শিবিরে রাখার ব্যবস্থা করা হচ্ছিল। কিন্তু এই দুর্যোগের দিনেও পুরুলিয়ার জেলা বিজেপি (Bjp) নেতৃত্ব উদ্ধারকাজ কাজ বন্ধ করতে এবং সরকারের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা চালিয়েছে। তার প্রমাণ মেলে তাদেরই হোয়াটসঅ্যাপ (Whatsapp)-এর কোর গ্রুপ থেকে।

বুধবার, সকাল থেকেই পুরুলিয়ায় ভুয়ো খবর চাউর করেছিল বিজেপি। কথোপকথনে দেখা যাচ্ছে সরকারি রিলিফ সেন্টারে ইচ্ছে করে বেশি লোক ঢুকিয়ে দেওয়ার ‘চক্রান্ত’ করেছিলেন জেলা বিজেপি নেতৃত্ব। তাঁরা প্রমাণ করতে চেয়েছিলেন যে সরকারি ত্রাণ শিবিরগুলিতে কোভিড (Covid) বিধি মানা হচ্ছে না। শারীরিক দূরত্ব বৃদ্ধি না মনায় করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে এই নিয়ে নেতৃত্বের মধ্যেই মতবিরোধ ছিল। কিন্তু তারপরেও দলের উপরতলার নির্দেশ মেনে সেই কাজ করার চেষ্টা করেছেন নিচু তলার নেতা-কর্মীরা। যদিও এই হোয়াটসঅ্যাপ চ্যাটের বিষয় কোনও মন্তব্য করতে চাননি বিজেপি নেতৃত্ব।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে রাজ্য প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবিলা করেছে। সরকারি প্রস্তুতি এবং কাজের প্রশংসা করেছেন বিজেপি (Bjp) রাজ্য সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh)। স্বয়ং মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিকদের জানিয়েছেন, দুর্যোগের সময় কোন কেন্দ্র-রাজ্য সংঘাত নয়। সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করছে। সেখানে পুরুলিয়ার বিজেপি নেতৃত্বের এই চক্রান্তের তুমুল সমালোচনা করেছে সব মহল। এর বিরুদ্ধেই এবার রঘুনাথপুর থানায় অভিযোগ দায়ের করল পুরুলিয়া জেলা তৃণমূল।

Advt

spot_img

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...