Sunday, November 2, 2025

যোগীরাজ্যে বিষ মদ খেয়ে মৃত ১১, অভিযুক্তদের বিরুদ্ধে ‘এনএসএ’ লাগানোর নির্দেশ

Date:

এবার বিষ মদ খেয়ে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) আলীগড় জেলায়(Aligarh district) মৃত্যু হল ১১ জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে আলীগড় এইচপি গ্যাস প্লান্টের এক ট্রাক ড্রাইভারও রয়েছেন। পাশাপাশি মদ খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বহু মানুষ। এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এহেন বিষ মদ কান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে মাঠে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন লাগু করার নির্দেশ দিয়েছেন তিনি। আরও চাঞ্চল্যকর বিষয়ে যে মদ খেয়ে ওই ১১ জনের মৃত্যু হয়েছে তা সরকার অনুমোদিত দোকান থেকে কেনা হয়েছে বলে জানা গিয়েছে

প্রশাসনের তরফে জানা গিয়েছে, বিষ মদের কারণে ওই আলীগড় জেলায় ১১ জন ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় মানুষদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। যে মদের ঠেক থেকে মদ বিক্রি করা হয়েছিল সেটি সিল করে দেওয়ার পাশাপাশি মদের নমুনা সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তরা নকল মদ বিক্রি করছিল কিনা তা জানার চেষ্টা করছে প্রশাসন। এদিকে গোটা ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, সরকার অনুমোদিত মদের দোকানের দীর্ঘদিন ধরে নকল মদ বিক্রি করছিল অভিযুক্তরা গোটা বিষয়টি প্রশাসনের নজরে থাকলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার জেরেই ভয়াবহ এই ঘটনা ঘটে গেল। প্রশাসনের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আবগারি দপ্তর।

আরও পড়ুন:নারদ মামলায় শর্তাধীন জামিন ফিরহাদ, সুব্রত, মদন ও শোভনের

এদিকে, পুরো ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন মৃতের পরিবারদের অবিলম্বে সরকারি সাহায্য করার জন্য। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন এনএসএ লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্পষ্টভাবে তিনি জানিয়েছেন যদি এই মহৎ সরকারি দোকান থেকে কেনা হয়ে থাকে তাহলে সেই দোকান অভিলম্বের সিল করে দেওয়া হোক এবং অভিযুক্তদের সম্পত্তি ক্রোক করে নেওয়া হোক।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version