Sunday, November 9, 2025

২৪x৭ কোভিড হেল্পডেস্ক এবং অ্যাম্বুলেন্স চালু করল বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটি

Date:

করোনা আক্রান্তদের (coronavirus affected)পাশে দাঁড়াতে এক অভিনব উদ্যোগ নিল বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটি। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে একটি কোভিড হেল্পডেস্ক (24×7 help desk)চালু হলl ৬২৯৬২২২৬৭১ এই নম্বরে ফোন করলে বিশেষ কিছু পরিষেবা পাওয়া যাবে। কী কী পরিষেবা মিলবে? সংগঠনের পক্ষ থেকে প্রদীপ্তা চক্রবর্তী জানালেন, এই হেল্পলাইন নম্বরটিতে ফোন করলে করোনা আক্রান্তের (CCU ambulance with oxygen cylinder)বাড়িতে সিসিইউ অ্যাম্বুলেন্স পৌঁছে যাবে। অ্যাম্বুলেন্সে রয়েছে অক্সিজেন সিলিন্ডার। এই অ্যাম্বুলেন্সে করে সংশ্লিষ্ট রোগীকে প্রয়োজন অনুযায়ী সেফহোম বা হাসপাতাল বা নার্সিংহোমে পৌঁছে দেওয়া হবে। এছাড়া এই সংগঠনের সংগ্রহে বেশ কয়েকটি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। যাদের প্রয়োজন তারা তা চেয়ে নিয়ে ব্যবহার করতে পারেন। এছাড়াও এই সংগঠনের তরফ থেকে সংশ্লিষ্ট কোভিড আক্রান্ত পরিবারকে বিনামুল্যে খাদ্য সামগ্রী এবং খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যাদের যেমন প্রয়োজন সেই অনুযায়ী খাদ্য সামগ্রী কিংবা রান্না করা ঘরোয়া খাবার বাড়িতে পৌছে দিয়ে আসা হবে। শুধু তাই নয় করোনা আক্রান্তের বাড়িতে এই সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনে স্যানিটাইজেশনও করিয়ে দেওয়া হবে। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বালুরঘাটবাসী। শুক্রবার ২৪x৭ এই কোভিড হেল্প ডেস্কের শুভ উদ্বোধন হল। উদ্বোধনে ছিলেন শংকর চক্রবর্তী , সহ সভাপতি, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটি। ছিলেন গৌতম দাস, সভাপতি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটি, সুভাষ চাকি, কো অর্ডিনেটর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস কমিটি এবং শ্যামল লাহা, সভাপতি বালুরঘাট শহর তৃণমূল কংগ্রেস কমিটি।

Pp

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version