Saturday, August 23, 2025

ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, মোদির হাতে ক্ষতির খতিয়ান দিয়ে বললেন, ‘দেখে নেবেন’

Date:

মোদির সঙ্গে মমতার সাক্ষাৎ নিয়ে খানিকটা নাটক হল আজ। নবান্ন সূত্রে খবর, ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতির খতিয়ান প্রধানমন্ত্রীকে জমা দেওয়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। মমতা সকালেই জানিয়ে দিয়েছিলেন রিভিউ মিটিংয়ে তিনি থাকবে না। কলাইকুণ্ডায় গিয়ে ইয়াসের তাণ্ডবে বাংলায় ক্ষয়ক্ষতির পরিমাণের রিপোর্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেবেন। সূত্রের খবর প্রধানমন্ত্রীর হাতে রিপোর্ট তুলে দিয়ে মমতা বলেন, ‘এটা আমাদের ক্ষতির খতিয়ান, দেখে নেবেন।’ এই কথা বলেই বেরিয়ে যান মমতা।

উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ, দক্ষিণ ২৪ পরগণার সাগর এলাকা পরিদর্শন এবং প্রশাসনিক বৈঠক সেরে কলাইকুণ্ডাইয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, সাগর থেকে প্রধানমন্ত্রীর সচিবালয়ে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় মেসেজ করে জানান, ‘দিঘায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক রয়েছে। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা সাক্ষাতের জন্য সময় দরকার। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চলে আসবেন মুখ্যমন্ত্রী।’ মুখ্যসচিবের প্রস্তাবে সম্মতি দেন দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন-‘এই সংঘাত রাজ্যের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর’, মোদি সাক্ষাতের পর মমতাকে তোপ ধনকড়ের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলাইকুণ্ডাইয়ে পৌঁছনোর পর অপেক্ষা করতে বলা হয় মমতা। কারণ হিসেবে মুখ্যমন্ত্রীকে জানানো হয়, প্রধানমন্ত্রী একটি বৈঠকে রয়েছেন, শেষ না করে আসতে পারবেন না। নবান্ন সূত্রে খবর, এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘১ মিনিটের জন্য দরকার!’ এরপর মুখ্যসচিবকে নিয়ে প্রধানমন্ত্রীর ঘরে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। মোদিকে বলেন, ‘এটা আমাদের ক্ষতির খতিয়ান, দেখে নেবেন।’ রিপোর্ট দিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সেইসময় মোদির সঙ্গে ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়, শুভেন্দু অধিকারী এবং দেবশ্রী চৌধুরী।

Pp

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version