Monday, August 25, 2025

‘বাংলা নিজের মেয়েকে চায়’৷ একুশের ভোটে তৃণমূলের এই স্লোগানকে এখন হেলায় হারিয়ে দিচ্ছে একটি ট্যুইটার- ট্রেন্ডিং (Twitter Trending)৷ #IndiaWantsMamataDi, এই টুইটার-ট্রেন্ডিং এর দাপটে বৃহস্পতিবার রাত থেকে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। “ভারত মমতা দিদিকে চাইছে” বলে ট্রেন্ড চলছে ট্যুইটারে। রাজনৈতিক মহলের অভিমত, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি এবং নরেন্দ্র মোদিকে হঠিয়ে নতুন সরকার গঠনের নেতৃত্ব দিতে পারেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই৷ এমনই বিশ্বাস জন্মেছে নেটিজেনদের একাংশের মতে। তাই প্রতিফলন এই ট্যুইটার- ট্রেন্ডিং৷’  ‘পরিবর্তন’-এরহাওয়া তুলে ৩৪ বছরের সিপিএম শাসন খতম করে ২০১১ সালে প্রথমবার ক্ষমতায় এসেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর আপোষহীন মনোভাব বাংলা-সহ গোটা দেশের রাজনৈতিক জগত ইতিমধ্যেই মেনে নিয়েছে৷ বাম-সাম্রাজ্য ধূলিসাৎ করার এই নেত্রীকে নিয়েই এবার ভারত-দখলের স্বপ্ন দেখছে তৃণমূলের কর্মী-সমর্থকরা। ওদিকে জাতীয় স্তরেও এর ইঙ্গিত মিলেছে। আগামী লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করেই লড়তে চাইছে বিজেপি বিরোধী দলগুলির একাংশ।

একুশের বঙ্গ-নির্বাচনে কার্যত দ্বিমুখী লড়াই হয়েছে৷ এই দ্বিমুখী লড়াইটি ছিলো মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদির মধ্যে। যেহেতু মমতা-মোদি লড়াই, তাই বিজেপি বাংলায় কোনও মুখ্যমন্ত্রী-মুখ নিয়ে নামার সাহস পায়নি৷ বিজেপি নির্বাচন পর্বের শুরু থেকেই প্রধানমন্ত্রীকেই মুখ করে ভোট চেয়েছে।ভোটের ফল প্রমাণ করেছে, তৃণমূলনেত্রীর জনপ্রিয়তাকে কোনও পর্বেই ছাপিয়ে যেতে পারেননি মোদি। গত বিধানসভায় বিজেপির ৩ আসনের তুলনায় এবার ৭৪টি আসন বেশি পেলেও, ৭৭ আসন নিয়ে সরকার গড়া যায়না৷ বিজেপি। বলা যায়, এই নির্বাচনে গেরুয়া শিবির তৃণমূলের কোনও ক্ষতিই করতে পারেনি৷ তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

নির্বাচনের প্রচারপর্বে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে তোপ দেগে দেশে অপশাসন এবং অগণতান্ত্রিক পরিস্থিতি তৈরি করার অভিযোগ তুলেছিলেন। প্রচারের সময়ই কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী-সহ দেশের হেভিওয়েট বিরোধী নেতাদের এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়ার আহ্বান জানিয়েছিলেন মমতা। শিবসেনা, আরজেডি, এনসিপি, সমাজবাদী পার্টি-সহ অনেক দলই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা দেখিয়ে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছিল রাজ্যবাসীকে। আর বিজেপি-বিরোধীদের এই বার্তাতেই এখন ট্যুইটার- ট্রেন্ডিং-এর বিস্ফোরণ ঘটছে৷ ক্রমশ স্পষ্ট হচ্ছে, চব্বিশের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই বৃহত্তর বিরোধী জোট গড়তে পারে অবিজেপি দলগুলি৷ ২০১৯-এর থেকেও বেশি শক্তিশালী হয়ে কেন্দ্রে সরকার গঠন করতে পারেন মমতাই, মেগা হিট এই ট্যুইটার- ট্রেন্ডিং #IndiaWantsMamataDi, এমন বার্তাই দিচ্ছে নেট-দুনিয়ায়৷

Pp

 

Related articles

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...

ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা লেনদেন, তাই দেখে গ্রেফতার বিধায়ক জীবনকৃষ্ণ

নিয়োগ মামলায় বেআইনিভাবে চাকরি পাওয়া শিক্ষকরা বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার (Jibankrishna Saha) অ্যাকাউন্টে টাকার লেনদেন করেছেন। সেই অভিযোগে...

জীবন মরণ-এর সীমানা পেরিয়ে প্রয়াত প্রাক্তন বিজেপি নেতা-অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়

একসময়ের বাংলা হিট ছবির হিরো তথা প্রাক্তন বিজেপি (BJP) নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee) প্রয়াত। সোমবার সকালে কলকাতার...

ভারতীয় দলে নেই বাঙালি ফুটবলার, বাংলাকে বঞ্চনার কথা প্রাক্তনদের মুখে

কাফা নেশনস কাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নতুন কোচ খালিদ জামিল(Khalid Jamil)। কিন্তু সেখানেই...
Exit mobile version