Tuesday, May 6, 2025

সময়টা মোটেই ভাল যাচ্ছে না অভিনেতা তথা বিজেপি (Bjp) নেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh)। এবারের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে ভরাডুবি হয়েছে তাঁর। আবার সেই ভবানীপুর কেন্দ্রে ত্রাণ বিলি করতে গিয়ে সপাটে চড় খেলেন রুদ্রনীল। ভবানীপুরের তৃণমূল (Tmc) নেতা বাবলু সিং-এর (Bablu Singh) নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন অভিনেতা। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

এই ভবানীপুর কেন্দ্রেই ভোটে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। শুক্রবার, সেই বিধানসভা এলাকারই à§­à§§ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করতে যান তিনি। অভিযোগ, তৃণমূল নেতা বাবলু সিং দলবল নিয়ে গিয়ে তার ওপর হামলা চালান। রুদ্রনীল অভিযোগ করেন, “আমায় চড়-থাপ্পড় মারতে থাকে। আমার সঙ্গীদেরও মারা হয়েছে। ত্রাণের গাড়িটিও আটকে রাখার চেষ্টা করা হয়।’’ বিষয়টি নিয়ে কালীঘাট থানায় অভিযোগও দায়ের করেছেন বিজেপি নেতা। তৃণমূল অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে।

তৃণমূলের বক্তব্য, রুদ্রনীলের উপর কেউই হামলা করেননি। ‘‘উনি ভোটে হেরে গিয়ে এখন অভিনয়ের আশ্রয় নিয়েছেন! কেন ওঁকে কেউ শুধু শুধু চড় মারতে যাবে!’’ তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিং বলেন, রুদ্রনীলকে শুধু প্রশ্ন করা হয়, ত্রাণ বিলির প্রশাসনিক অনুমতি আছে কি? তাতেই উনি রেগে যান। একটু কথা কাটাকাটি হয়। বিজেপি সূত্রে খবর, দলবদলু হেরে যাওয়া নেতাদের দলে তেমন পাত্তা দিচ্ছেন না বিজেপি নেতৃত্ব। এই কারণে যেকোনোভাবে নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে চাইছেন তাঁরা। রুদ্রনীলের এই কাণ্ড তারই অঙ্গ কি না তাই নিয়ে জল্পনা চলছে।

Pp

 

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version