Saturday, August 23, 2025

সময়টা মোটেই ভাল যাচ্ছে না অভিনেতা তথা বিজেপি (Bjp) নেতা রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh)। এবারের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে ভরাডুবি হয়েছে তাঁর। আবার সেই ভবানীপুর কেন্দ্রে ত্রাণ বিলি করতে গিয়ে সপাটে চড় খেলেন রুদ্রনীল। ভবানীপুরের তৃণমূল (Tmc) নেতা বাবলু সিং-এর (Bablu Singh) নেতৃত্বে হামলার অভিযোগ করেছেন অভিনেতা। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

এই ভবানীপুর কেন্দ্রেই ভোটে শোভনদেব চট্টোপাধ্যায়ের (Shobhandev Chatterjee) কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। শুক্রবার, সেই বিধানসভা এলাকারই ৭১ নম্বর ওয়ার্ডে ত্রাণ বিলি করতে যান তিনি। অভিযোগ, তৃণমূল নেতা বাবলু সিং দলবল নিয়ে গিয়ে তার ওপর হামলা চালান। রুদ্রনীল অভিযোগ করেন, “আমায় চড়-থাপ্পড় মারতে থাকে। আমার সঙ্গীদেরও মারা হয়েছে। ত্রাণের গাড়িটিও আটকে রাখার চেষ্টা করা হয়।’’ বিষয়টি নিয়ে কালীঘাট থানায় অভিযোগও দায়ের করেছেন বিজেপি নেতা। তৃণমূল অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে।

তৃণমূলের বক্তব্য, রুদ্রনীলের উপর কেউই হামলা করেননি। ‘‘উনি ভোটে হেরে গিয়ে এখন অভিনয়ের আশ্রয় নিয়েছেন! কেন ওঁকে কেউ শুধু শুধু চড় মারতে যাবে!’’ তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট বাবলু সিং বলেন, রুদ্রনীলকে শুধু প্রশ্ন করা হয়, ত্রাণ বিলির প্রশাসনিক অনুমতি আছে কি? তাতেই উনি রেগে যান। একটু কথা কাটাকাটি হয়। বিজেপি সূত্রে খবর, দলবদলু হেরে যাওয়া নেতাদের দলে তেমন পাত্তা দিচ্ছেন না বিজেপি নেতৃত্ব। এই কারণে যেকোনোভাবে নিজেদের প্রাসঙ্গিক করে রাখতে চাইছেন তাঁরা। রুদ্রনীলের এই কাণ্ড তারই অঙ্গ কি না তাই নিয়ে জল্পনা চলছে।

Pp

 

Related articles

জুতোর কারখানায় আগুন, আতঙ্ক আনন্দপুরের গুলশন কলোনিতে

আনন্দপুরের গুলশন কলোনিতে একটি কারখানায় আগুন (factory fire) লাগার ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রথমেই আগুন...

অমানবিক! যোগীর রাজ্যে মৃত নবজাতককে ব্যাগে ভরে বিচারের চেয়ে জেলাশাসকের কাছে বাবা

চূড়ান্ত অমানবিক ঘটনা যোগীরাজ্যে। টাকা অঙ্ক বাড়ানোর নিয়ে দর কষাকষিতে প্রসবে দেরির অভিযোগ। পরিণতিতে প্রাণ হারায় সদ্যোজাত। বিচার...

ঝাঁপ বন্ধ হচ্ছে ২১৫ জামাত-এ-ইসলামের স্কুলের, সিদ্ধান্ত কাশ্মীর সরকারের

সীমান্ত পেরিয়ে ভারতীয় পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়ে আবার নিজেদের নিরাপদ আশ্রয়ে সেঁধিয়ে গিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চোর...

প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় আক্রান্ত শিক্ষক

তাঁর অপরাধ কী? তিনি রাস্তার ধারে বসে থাকা কয়েকজন যুবক যুবতীকে মদ্যপান করতে দেখে প্রতিবাদ করেছিলেন। তাই রাস্তায়...
Exit mobile version