ভালো আছেন করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। বর্তমানে শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা ৯২ শতাংশ। চিকিৎসকেরা জানিয়েছেন, স্যাচুরেশনের মাত্রা স্থির রাখতে মিনিটে ৩ লিটার অক্সিজেন দিতে হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।তবে এখনও কিছুটা তন্দ্রাচ্ছন্ন ভাব রয়েছে তাঁর, কিছুটা শ্বাসের কষ্টও রয়েছে। বাইপ্যাপ সিস্টেমেই রাখা হয়েছে তাঁকে।

জানা গেছে, শুক্রবার বিকেলে বুদ্ধবাবুর সুগাল লেভেল কমে গিয়েছিল। এরপর তাঁকে নলের মাধ্যমে তরল খাবার দেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু তাতে রাজি হননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। নিজেই ডাবের জল, সুপ সহ অনান্য তরল খাবার খেয়েছেন। এরপর শনিবার সুগার লেভেল স্বাভাবিক হয়েছে। শনিবার হাসপাতালের তরফে জানানো হয়েছে, সজ্ঞানে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তাঁর হাল্কা শুকনো সর্দি রয়েছে। কথাবার্তাও স্বাভাবিক বলছেন। একইসঙ্গে জানানো হয়েছে, ‘ক্লিনিক্যালি স্টেবল’ বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যও।
গত ২৫ মে অক্সিজেন স্যাচুরেশন নেমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। এরপর থেকেই মেডিক্যাল বোর্ড তৈরি করে দিনভর তাঁর পর্যবেক্ষণ চলছে। ভর্তির পর সাইটোকাইন ঝড় এড়াতে বুদ্ধদেবকে রেমডিসেভির এবং স্টেরয়েড দেওয়া হয়েছিল। পঞ্চম দিনেও পর্যন্ত সেই ওষুধই চলছিল। আপতত আইএল-৬-এর পরিমাণ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর।

