Friday, August 22, 2025

একটা ফেসবুক পোস্ট ঘিরে এমন জল্পনার জন্ম নেবে বোধহয় ভাবেননি মুকুল পুত্র শুভ্রাংশু রায়। কিন্তু বাস্তব পরিস্থিতিতে যা ঘটেছে তাই বা কম কিসে । মাত্র ১২ শব্দের ফেসবুক পোস্ট! আর তাতেই উত্তাল রাজ্য রাজনীতি।

নিশ্চয়ই ভাবছেন কী লিখেছেন শুভ্রাংশু? এবার উত্তর ২৪ পরগনার বীজপুরে বিজেপির প্রার্থী ছিলেন মুকুল পুত্র। কিন্তু যথারীতি গোহারা হেরেছেন তিনি। আজ শনিবার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, যারা বিপুল জন সমর্থন নিয়ে সরকার গড়লো তাদের সমালোচনা করার আগে নিজেদের আত্মসমালোচনা করা দরকার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, একসময় তৃণমূলে থাকা দলবদলু শুভ্রাংশু কি কোনও বার্তা দিতে চাইলেন তৃণমূল নেতৃত্বকে?

এ বিষয়ে শুভ্রাংশুকে প্রশ্ন করা হলে একরাশ ক্ষোভ আর অভিমান ঝরে পড়ছে তরুণ তুর্কির গলায়। তিনি বলেছেন, একটা সরকার জনগণের সমর্থন নিয়ে নবান্নে এসেছে। অথচ তাদের বিরুদ্ধে সিবিআই, ইডি কে যেভাবে লেলিয়ে দেওয়া হয়েছে তা কী সত্যি সমর্থনযোগ্য? মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কে দিল্লিতে বদলি করা হল! অন্যের দিকে না তাকিয়ে নিজেদের আত্মসমালোচনা করাটা কি জরুরী নয়? কেন আমাদের খারাপ ফল হল? আমাদের কে জবাব দেবে ?

Pp

শুভ্রাংশুর মা করোনা আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হল বেসরকারি হাসপাতালে ভর্তি। আক্রান্ত হয়েছিলেন মুকুল নিজেও। তিনি আজ কাঁচরাপাড়ার বাড়িতে ফিরেছেন ঠিকই। কিন্তু তরুণ তুর্কির গলায় ক্ষোভর কেন দলের কেউ খোঁজ নিলো না?
তার সাফ কথা, বঙ্গ বিজেপির নেতারা মুখের যে বুলি আওড়ান তার বিন্দুমাত্র কেন দেখা গেল না?

শুভ্রাংশু বয়সে নবীন। বিতর্কিত মন্তব্য খুব একটা তার মুখে শোনা যায় না। সেই শুভ্রাংশুর মুখে যখন ঝরে পড়ে ক্ষোভ, স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতি উত্তাল হয় বৈকি।

মুকুল পুত্র স্পষ্ট জানিয়েছেন, আমার দলের কেউ না হয়েও দিব্যেন্দুদা ছাড়া আর কেউ তো একবারও জিজ্ঞেস করল না আমার পরিবার বেঁচে আছে কি না? অথচ আমরা তো একটা পরিবারের মতো। রীতিমতো আত্মভিমানের সুর মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের গলায়।

আরও পড়ুন- লক ডাউনে দুঃস্থদের জন্য অন্নশিবির

Pp

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version