Thursday, November 13, 2025

প্রায় তিন দিন পরে নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার সিঁড়িতে উদ্ধার হল ৪ শ্রমিকের দগ্ধ দেহ

Date:

প্রায় তিনদিন পরে খোঁজ মিলল ওই ৪ শ্রমিকের(dead body of 4 labour)। শনিবার সকালে নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানার (New Barrackpore ganjee factory) সিঁড়িতে পাওয়া গেল ৪ শ্রমিকের দগ্ধ দেহ । পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা এসে দেহ সনাক্ত করার পর তাদের মৃত ঘোষণা করবে প্রশাসন।এদিকে এখনও পুরোপুরি নিভল না নিউ ব্যারাকপুরের (ganji factory of New Barrackpore ) গেঞ্জি কারখানার আগুন। শনিবার সকালেও দমকলের (fire truck)তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করছে। কিন্তু দমকল সূত্রে (fire brigade) জানানো হয়েছে কারখানার ভিতরে আাগুন এখনো ধিকি ধিকি জ্বলছে। পুরোপুরি না নিভে যাওয়া পর্যন্ত দমকলকর্মীরা ভিতরে ঢুকতে ভরসা পাচ্ছেন না। জানা গিয়েছে এদিন সকালেই পূর্ত দফতরের সিভিল ইঞ্জিনিয়াররা এসে বাড়িটি পরীক্ষা করবেন। তারপরই ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া দমকল কর্মীদের। তবে দুঃখের বিষয় হল দু’দিন পার হয়ে গেলেও এখনও কারখানার নিখোঁজ চার শ্রমিকের খোঁজ মেলেনি। গত বুধবার রাত সাড়ে তিনটে নাগাদ নিউ ব্যারাকপুরের এই গেঞ্জি কারখানায় আগুন লাগে। একটি তিনতলা বাড়ির ভিতরে ছিল ওই গেঞ্জি কারখানাটি। তার নিচেই ছিল ওষুধের গুদাম ও রঙের কারখানা। এদিন প্রথমে গেঞ্জি কারখানায় আগুন লাগলেও মুহূর্তে তা ছড়িয়ে পড়ে নিচের তলাতেও। পরিস্থিতি এমন হয়, শুধুমাত্র দমকলের ইঞ্জিন দিয়ে তা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। এরপরই রোবট মেশিন এনে আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু তা সত্ত্বেও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি।

Pp

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version