Monday, November 10, 2025

দলের কেউ খোঁজও নেয়নি, বিজেপি কর্মীর করোনায় মৃত বাবার সৎকার করলেন তৃণমূল নেতা

Date:

রাজনীতি বা দলের ঊর্ধ্বে উঠে ফের মানবিকতার নিদর্শন। কোভিড (Covid) আক্রান্ত এক ব্যক্তির সৎকারে (Funeral) যখন সকলে মুখ ফেরাচ্ছেন, ঠিক তখনই এগিয়ে এলেন তৃণমূল (TMC) গ্রাম পঞ্চায়েত প্রধান।

ঘটনার আরও গভীরে গিয়ে জানা যায়, মৃত ব্যক্তি এলাকার এক সক্রিয় বিজেপি (BJP) কর্মীর বাবা। নাম নলিনী বালা। বেশকিছু দিন ধরে তিনি করোনা (Corona) আক্রান্ত ছিলেন। করোনার জন্যই মৃত্যু হয় তাঁর। আর সেই কারণেই গ্রামের প্রতিবেশীরা এগিয়ে আসেন নি। শুধু তাই নয়, দলের সহকর্মীরাও খোঁজ-খবর নেননি।

ঘটনাটি ঘটেছে জামালপুর (Jamalpur) ব্লকের পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের হাবাসপুর এলাকায়। পরে খবর পেয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান লালু হেমব্রম নিজে উদ্যোগ নিয়ে কর্মীদের নিয়ে গিয়ে দেহ সৎকার করেন। তিনি বলেন, “করোনা এবং ইয়াস মোকাবিলার জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করেছিলাম, সেখানেই ফোন আসে। আমরা জানতে পেরে ওনার বাড়িতে গিয়ে দেখি করোনা আক্রান্ত তিন ছেলে প্রচন্ড কান্নাকাটি করছেন। তখন করোনা বিধি মেনে ওনার দেহ সৎকারের উদ্যোগ নিয়েছি। আমি এবং পঞ্চায়েত উপপ্রধান-সহ দলের কর্মীরা সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওনার দেহ সৎকার করেছি।”

জামালপুরের তৃণমূল বিধায়ক অলোক কুমার মাঝি (Aloke Majhi) বলেন, “আমাদের কর্মীরা যে মহৎ উদ্যোগে সামিল হয়েছে তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই। এভাবেই দল না দেখে এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেছি সকলকে। এটাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ।”

আরও পড়ুন- ৫ জুন তৃণমূলের শীর্ষবৈঠক, কী বলবেন মমতা চর্চা তুঙ্গে

Pp

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version