Friday, August 22, 2025

যোগীরাজ্যে ব্রিজ থেকে গঙ্গায় ছুড়ে ফেলা হচ্ছে মৃতদেহ, প্রকাশ্যে শিউরে ওঠার মতো ভিডিও

Date:

গঙ্গায় ভাসছে সারি সারি মৃতদেহ(dead body) বুকে ভয় ধরিয়ে দেওয়া সেই ছবিটা আগেই দেখেছি গোটা দেশ। জানিয়ে একে অপরের ওপর দোষারোপ করব চলেছে এবার শিউরে ওঠার মতো সেই দৃশ্য ধরা পড়ল মোবাইল ক্যামেরায়। রীতিমত ভাইরাল হয়ে যাওয়া যোগীরাজ্য উত্তরপ্রদেশের(Uttar Pradesh) এই ভিডিওতে দেখা যাচ্ছে দুজন ব্যক্তি ব্রিজের ওপর থেকে করোনায়(Corona) মৃতের দেহ ছুড়ে গঙ্গায় ফেলে দিচ্ছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠছে এত কড়াকড়ি নিয়মকানুন তবে কি শুধুই খাতায়-কলমে?

জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের বলরামপুরের(Balarampur)। ভাইরাল হয়ে যাওয়া ভয়াবহ ওই ভিডিওতে দেখা যাচ্ছে প্রবল বৃষ্টির মাঝে দুজন ব্যক্তি প্লাস্টিকে জড়ানো একটি মৃতদেহ ব্রিজ থেকে নিচে গঙ্গায় ফেলে দিচ্ছেন। মৃতদেহটি প্লাস্টিকে জড়ানো। যারা দেহটি ফেলে দিচ্ছে তাদের মধ্যে একজন পিপিই কিট পরে রয়েছে। যার ফলে সন্দেহ করা হচ্ছে মৃতদেহটি করোনা আক্রান্ত কোনও ব্যক্তির। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। বলরামপুর এর মুখ্য মেডিকেল অফিসার ভিবি সিং বলেন, ‘গত ২৫ মে কোভিড আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক ব্যক্তি। তিনদিন বাদে তাঁর মৃত্যু হয়। যার পর নিয়মমাফিক কোভিড প্রোটোকল মেনে বাড়ির লোকের হাতে মরদেহ তুলে দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, আত্মীয়রাই মৃতদেহ নদীর জলে ছুঁড়ে ফেলেছেন। গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন:হোটেল, হাসপাতালের যৌথ উদ্যোগে ভ্যাকসিন প্যাকেজে ‘না’, সাফ জানাল কেন্দ্র

উল্লেখ্য, সম্প্রতি গঙ্গায় শয়ে শয়ে মৃতদেহ ভেসে যাওয়ার ছবি দেখে আঁতকে উঠেছিল গোটা দেশ। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল বিহার ও উত্তরপ্রদেশের দিকে। এরপরই পরিস্থিতি মোকাবিলা করতে কড়া নির্দেশিকা জারি করা হয় দুই রাজ্যের সরকারের তরফে। তবে সে নির্দেশিকা যে খাতায়-কলমে বন্দী এবং উত্তরপ্রদেশে করোনায় মৃতের দেহ যে এখনো অবলীলায় গঙ্গায় ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে এই ভিডিও তারই প্রমাণ দেয়।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version