Saturday, November 8, 2025

ক্লার্কের বাড়িতে সিবিআই হানা, উদ্ধার প্রায় ৩ কোটি টাকা ও ৮ কেজি সোনা

Date:

সরকারি অফিসের(government office) সামান্য কেরানীর অথচ তার বাড়িতেই মিলল নগদ প্রায় ৩ কোটি টাকা ও ৮ কেজি সোনার গয়না। এই ঘটনায় চক্ষুচড়কগাছ সিবিআইয়ের(CBI) বাঘা বাঘা অফিসারদের। সামান্য ক্লার্কের বাড়িতে এত টাকা গয়না কোথা থেকে এলো জানতে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা(Central agency)।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে, মধ্যপ্রদেশের ভোপালে ফুড কর্পোরেশনের দপ্তরে(food corporation department) কর্মরত ক্লার্ক কিশোর মীনার বাড়িতে হানা দেয় সিবিআই। এরপর বাড়িতে তল্লাশি চালাতেই উদ্ধার হয় নগদ ২.১৭ কোটি টাকা ও ৮ কেজি সোনার গয়না। পাশাপাশি একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে, যেখানে কোথা থেকে কত টাকা নেওয়া হয়েছে, কার কার মাধ্যমে তা আবার বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হয়েছে তার সমস্ত তথ্য দেওয়া আছে। আপাতত সেই ডায়েরির সূত্র ধরেই তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন:‘আমার কোনও প্রাক্তন স্ত্রী নেই, প্রাক্তন বান্ধবী নেই, প্রাক্তন দলও নেই’, যথারীতি বিস্ফোরক মদন মিত্র

প্রসঙ্গত, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার বেশ কয়েকজন অফিসার একটি দুর্নীতি চক্রে জড়িত রয়েছেন সম্প্রতি এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিবিআই। সিবিআইয়ের কাছে এ বিষয়ে অভিযোগ জানায় গুরুগ্রামের একটি নিরাপত্তারক্ষী সংস্থা। ঘটনার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। এখান থেকেই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নানা জায়গায় অভিযান চালানো হয়। তবে একজন ক্লার্কের বাড়ি থেকে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হওয়ায় রীতিমতো চমকে গিয়েছেন সিবিআইয়ের দুঁদে গোয়েন্দারা।

Pp

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version