Sunday, November 9, 2025

‘কোভিড ডিউটি করব না’, মধ্যপ্রদেশে ধর্নায় ৩০০০ জুনিয়র ডাক্তার

Date:

পরিবারের সুরক্ষার দাবিতে এর আগেও ধর্নায় বসেছিলেন মধ্যপ্রদেশের(Madhya Pradesh) জুনিয়র ডাক্তাররা(junior doctors)। বিক্ষুব্ধ ডাক্তারদের বুঝিয়ে করোনাকালে হাসপাতালে ফেরানো হয় সরকারের তরফে। কিন্তু সরকারের দেওয়া প্রতিশ্রুতি পালন করা হয়নি এতদিনেও। অবশেষে ফের একবার কোভিড ডিউটি(covid duty) ছেড়ে সরকারের বিরুদ্ধে ধর্নায় বসলেন চিকিৎসকরা। একসঙ্গে প্রায় ৩০০০ জুনিয়র ডাক্তার এভাবে ডিউটি ছেড়ে আন্দোলনে নেমে পড়ায় ঘুম ছুটেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকারের।

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের জুনিয়র ডাক্তারদের দীর্ঘদিনের দাবি ছিল, করোনা রোগীর চিকিৎসায় দিবারাত্র কাজ করে চলা ডাক্তাররা যদি মারণ এই ভাইরাসে সংক্রামিত হন সেক্ষেত্রে সেই ডাক্তার ও তাঁর পরিবারের চিকিৎসার যাবতীয় খরচ বহন করতে হবে সরকারকে। তবে মধ্যপ্রদেশ সরকারের তরফে এই দাবি মেনে নেওয়া হয়নি এখনও। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কর্তব্যরত ডাক্তাররা আন্দোলনে বসে গেলেন সরকারের বিরুদ্ধে। দাবি না মানা পর্যন্ত তাঁরা ডিউটিতে ফিরবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে স্পষ্ট করে। সোমবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মধ্যপ্রদেশের জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যক্ষ অরবিন্দ মিনা বলেন, সোমবার চিকিৎসা কেন্দ্রের ওপিডি, আইপিডি সহ অন্যান্য বিভাগে কর্মরত জুনিয়র ডাক্তারা কাজ করছেন না। তিনি আরও জানান যদি, আজ সন্ধ্যার মধ্যে সরকার আমাদের দাবি মেনে না নেয় তবে ১ জুন থেকে রাজ্যের সমস্ত হাসপাতালের কোভিড ডিউটি থেকে সরে আসবেন জুনিয়ার ডাক্তারা।

আরও পড়ুন:মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৩ হাজার! বাড়ল লকডাউনের সময়সীমা

উল্লেখ্য, মধ্যপ্রদেশের জুনিয়র ডাক্তারদের দাবি, করোনা হাসপাতলে চিকিৎসার দায়িত্বে থাকা সকল জুনিয়র ডাক্তারদের আলাদা আলাদা ক্ষেত্রে বেড রিজার্ভ রাখতে হবে। চিকিৎসা সঙ্গে যুক্ত থাকার কারণে যদি ডাক্তাররা ভাইরাসে আক্রান্ত হন তবে উপযুক্ত সময় তাদের চিকিৎসার সুবিধা দিতে হবে। একইসঙ্গে দাবি জানানো হয়েছে, ডাক্তারদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারকে। প্রসঙ্গত, আগে গত ৬ মেএকই দাবিতে আন্দোলনে নেমে ছিলেন মধ্যপ্রদেশের জুনিয়র ডাক্তাররা। তবে সরকারের তরফে তড়িঘড়ি মৌখিকভাবে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে হাসপাতালে ফেরানো হয়। তবে এখনো পর্যন্ত দাবী পূরণ করা হয়নি। অবশেষে ফের আন্দোলনে নামলেন জুনিয়ার ডাক্তাররা।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version