Thursday, November 13, 2025

জুন মাসে ১০ কোটি কোভিশিল্ডের টিকা তৈরি হবে, কেন্দ্রকে জানালো সেরাম ইনস্টিটিউট

Date:

দেশজুড়ে এখন করোনা ( huge demand of corona vaccine) ভ্যাকসিনের প্রবল চাহিদা। রাজ্যগুলি প্রায় প্রতিদিনই ভ্যাকসিন এর জন্য কেন্দ্রের কাছে দরবার করছে। এই অবস্থায় সেরাম ইনস্টিটিউট কেন্দ্রকে স্বস্তি দিল। পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India, pune) জানিয়েছে জুন মাসেই ১০ কোটি কোভিশিল্ড (10 crore covishield dose) ভ্যাকসিন তৈরি করা হবে । রবিবার রি খবর জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Central Home minister Amit Shah) একটি চিঠিও লিখেছে সেরাম। চিঠিতে সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সংস্থার কর্মীরা ২৪ ঘন্টা দিনরাত এক করে , বাড়তি শ্রম দিয়ে কাজ করছেন। সেরামের অধিকর্তা প্রকাশ কুমার সিং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জুন মাসের মধ্যেই কোভিশিল্ডের ৯ থেকে ১০ কোটি ভ্যাকসিন তৈরি ও বিলি করা হবে। সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন আমাদের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে সবরকম সহযোগিতা করবে সেরাম।” সিইও আরো জানালেন, কেন্দ্রীয় সরকারকে লেখা চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, জুনেই ১০ কোটি টিকা উৎপাদন এবং সরবরাহ করা হবে । এদিকে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জুন মাসেই ১০ থেকে ১২ কোটি কোভিশিল্ডের ডোজ তৈরি করবে সিরাম ইনস্টিটিউট। ওদিকে জুলাই শেষ হওয়ার আগে আরো ২০ থেকে ২৫ কোটি কোভিশিল্ডের তৈরি হবে। আর আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে আরও ৩০ কোটি ভ্যাকসিনের ডোজ। শ্রীরাম ইনস্টিটিউট তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে ভারতে ভ্যাকসিন নিয়ে আর কোনো সঙ্কট তৈরি হবে না বলে মত সুপ্রিমকোর্টের ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটির। ভারতের এখনো পর্যন্ত করোনা টিকা হিসেবে প্রধানত কোভিশিল্ড আর কোভ্যাক্সিন ব্যবহৃত হচ্ছে।

Related articles

নভেম্বরের মাঝেই চাদর-মোড়া ঠাণ্ডা! পারদ আরও নামার ইঙ্গিত

নভেম্বরের শুরুতেই সোয়েটার চাদর বের করতে হচ্ছে আলমারি-ট্রাঙ্ক থেকে। দক্ষিণের জেলাগুলিতে সকালের তাপমাত্রা (temperature) ১৭তে নামছে যেমন, তেমন...

সাত মাস পরে আবার জঙ্গি হামলা, মৃত্যু! ক্ষোভে ফুঁসছে পহেলগামে মৃতের পরিবার

আবার একটি জঙ্গি হামলা। আবার কিছু নিরীহ মানুষের মৃত্যু। আবার একবার পাকিস্তানকে দেখে নেওয়া হুমকি বিজেপি নেতাদের। অথচ...

CCTV ফুটেজের পরে DNA টেস্ট: উমরই হামলাকারী প্রমাণিত, মিলল লাল গাড়িও

জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর নবিই দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের হামলাকারী, প্রমাণিত হল ডিএনএ টেস্টে (DNA test)।...

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...
Exit mobile version