Sunday, November 16, 2025

জুন মাসে ১০ কোটি কোভিশিল্ডের টিকা তৈরি হবে, কেন্দ্রকে জানালো সেরাম ইনস্টিটিউট

Date:

দেশজুড়ে এখন করোনা ( huge demand of corona vaccine) ভ্যাকসিনের প্রবল চাহিদা। রাজ্যগুলি প্রায় প্রতিদিনই ভ্যাকসিন এর জন্য কেন্দ্রের কাছে দরবার করছে। এই অবস্থায় সেরাম ইনস্টিটিউট কেন্দ্রকে স্বস্তি দিল। পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (Serum Institute of India, pune) জানিয়েছে জুন মাসেই ১০ কোটি কোভিশিল্ড (10 crore covishield dose) ভ্যাকসিন তৈরি করা হবে । রবিবার রি খবর জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে (Central Home minister Amit Shah) একটি চিঠিও লিখেছে সেরাম। চিঠিতে সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সংস্থার কর্মীরা ২৪ ঘন্টা দিনরাত এক করে , বাড়তি শ্রম দিয়ে কাজ করছেন। সেরামের অধিকর্তা প্রকাশ কুমার সিং স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, জুন মাসের মধ্যেই কোভিশিল্ডের ৯ থেকে ১০ কোটি ভ্যাকসিন তৈরি ও বিলি করা হবে। সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন আমাদের কর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন। করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে সবরকম সহযোগিতা করবে সেরাম।” সিইও আরো জানালেন, কেন্দ্রীয় সরকারকে লেখা চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, জুনেই ১০ কোটি টিকা উৎপাদন এবং সরবরাহ করা হবে । এদিকে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, জুন মাসেই ১০ থেকে ১২ কোটি কোভিশিল্ডের ডোজ তৈরি করবে সিরাম ইনস্টিটিউট। ওদিকে জুলাই শেষ হওয়ার আগে আরো ২০ থেকে ২৫ কোটি কোভিশিল্ডের তৈরি হবে। আর আগস্ট-সেপ্টেম্বরের মধ্যে তৈরি হয়ে যাবে আরও ৩০ কোটি ভ্যাকসিনের ডোজ। শ্রীরাম ইনস্টিটিউট তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারলে ভারতে ভ্যাকসিন নিয়ে আর কোনো সঙ্কট তৈরি হবে না বলে মত সুপ্রিমকোর্টের ভ্যাকসিন বিশেষজ্ঞ কমিটির। ভারতের এখনো পর্যন্ত করোনা টিকা হিসেবে প্রধানত কোভিশিল্ড আর কোভ্যাক্সিন ব্যবহৃত হচ্ছে।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version