বাড়ি ফিরলেন ক‍্যামিন্স, ওয়ার্নাররা

প্রতীক্ষার অবসান। বাড়ি ফিরলেন প‍্যাট ক‍্যামিন্স( Pat Cummins), ডেভিড ওয়ার্নার( David Warner), স্টিভ স্মিথরা( Steve smith) । সিডনিতে রবিবারই তাঁদের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে। আর সোমবার পরিবারের কাছে পৌঁছালেন তারা। দীর্ঘদিন পর পরিবারকে কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারলেন না অজি ক্রিকেটাররা।

গত ৪ মে করোনার কারণে বন্ধ করে দেওয়া হয় আইপিএল। এরপরেই গোটা অস্ট্রেলিয়া শিবির  চলে যায় মালদ্বীপে । সেখানে কিছুদিন কোয়ারেন্টাইনে থাকার পর দু’সপ্তাহ আগে সিডনিতে আসেন ক‍্যামিন্স, ওয়ার্নাররা।

দীর্ঘদিন পর গর্ভবতী  স্ত্রী বেকি বস্টোনকে দেখে জড়িয়ে ধরলেন ক‍্যামিন্স। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অন‍্যদিকে ছোট্ট মেয়ে দেখে কোলে তুলে নিলেন ওয়ার্নার।

আরও পড়ুন:সাগার রানা কান্ডে বড় শাস্তি পেতে চলেছেন সুশীল