CBI-এর নথির বহর দেখে বিচারপতির রসিকতা, ‘এ যেন বেড়ে ওঠা শিশু, দিন দিন বাড়ছে’

খুবই ‘সিরিয়াস’ নারদ-মামলার শুনানির সময়ও রসবোধ হারাননি বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় à§·

নারদ মামলা স্থানান্তরের জন্য সোমবার হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে তখন একের পর এক নথি জমা দিচ্ছিলেন CBI-এর আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহেতা।
মেহতার দাবি জমা করার পরই মজার ছলে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় মেহেতার উদ্দেশে বলেন, ‘‘আপনার জমা দেওয়া আবেদনগুলো পেলাম। দেখে মনে হচ্ছে এটা যেন বেড়ে ওঠা শিশু। দিন দিন বাড়ছে। মোটা হয়েই চলেছে”à§· সবাই হেসে ওঠেন, মেহেতা অবশ্য এর উত্তরে কিছু বলেননি৷

এদিকে, নারদ-মামলা স্থানান্তর নিয়ে CBI-এর পেশ করা আবেদনের শুনানি সোমবার ঘন্টাখানেকের মধ্যেই স্থগিত হয়ে গেলো৷ প্রযুক্তিগত গোলযোগের কারণে CBI-এর আইনজীবীদের পাঠানো নথির সব ফাইল আসেনি।অভিযুক্তদের আইনজীবী সিদ্ধার্থ লুথরা এদিন বিচারপতিদের জানান, CBI-এর পাঠানো নথির কোনও কপি তিনি পাননি। এরপরই বৃহত্তর বেঞ্চ নারদ মামলার শুনানি সোমবারের মতো স্থগিত করে৷ মঙ্গলবার সাড়ে ১১টায় এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানানো হয়েছে আদালতের তরফে।