Tuesday, May 6, 2025

বিধানসভা নির্বাচনের আগে যেমন তৃণমূল ছাড়ার হিড়িক পড়ে গিয়েছিল, তেমন বেকায়দা বুঝে আবার দলে ফিরতে চাইছেন একের পর এক “দম বন্ধ হয়ে যাওয়া” নেতা-নেত্রী। সোনালী, সরলা, অমলদের তালিকায় এবার নাম জুড়েছে দীপেন্দু বিশ্বাসের (Dipendu Biswas)। প্রাক্তন ফুটবলারকে তৃণমূল (Tmc ) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay) বসিরহাট দক্ষিণ বিধানসভার প্রার্থী করে বিধায়ক করেছিলেন। প্রথমবার বিজেপির (Bjp) শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) কাছে হারলেও ২০১৬ বসিরহাট (Basirhat) দক্ষিণ কেন্দ্রেই শমীককে হারিয়ে বিধানসভায় গিয়েছেন স্ট্রাইকার দীপেন্দু। কিন্তু এবার বিধানসভা ভোটে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন তিনি। তবে, পদ্ম ছাপ নিয়ে দাঁড়ালে ফুল ফোটাতে পারেননি দীপেন্দু।

সূত্রের খবর, পরাজিত দলবদলুদের ভোটের পরে আর তেমন পাত্তা দিচ্ছে না বিজেপি। নারদকাণ্ডে তৃণমূলের 3 নেতা-মন্ত্রী গ্রেফতার হওয়ার ঘটনায় ‘প্রতিহিংসার রাজনীতি হয়েছে’ এই অভিযোগ করে বিজেপির সঙ্গে সম্পর্ক ত্যাগ করেন দীপেন্দু । এবার ভুল বুঝতে পেরে ফিরে আসতে চাইছেন বলে হাতে লেখা একটি চিঠি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীকে পাঠিয়েছেন স্ট্রাইকার। তাতে তিনি লিখেছেন, ভোটের আগে যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। এবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সির হাত থেকে দলীয় পতাকা নিয়ে মমতার অনুগত সৈনিক হিসেবে কাজ করতে চান।

তৃণমূল সূত্রের খবর, কালীঘাটে গিয়ে সোনালী গুহ তৃণমূলে ফেরার রাস্তা মসৃণ করার চেষ্টা করছেন। তবে বাকিদের ক্ষেত্রে দল কী সিদ্ধান্ত নেবে তা এখনও স্পষ্ট হয়নি। রাজনৈতিক মহলের মতে, “ভুল বুঝতে পারা” নেতা-নেত্রীর সংখ্যা আগামী দিনে আরও বাড়বে।

Related articles

ICSE-তে তৃতীয় সম্পূর্ণা সংবর্ধিত মোহনবাগানে

আইসিএসই(ICSE)-তে তৃতীয়। সামনে উজ্জ্বল ভবিষ্যত্। কিন্তু সেই সম্পূর্ণাকে(Sampurna Sinha) যদি পড়াশোনা এবং মোহনবাগানের(Mohunbagan) মধ্যে কোনও একটা বেছে নিতে...

ফের কলকাতায় দিনেদুপুরে লুট! ট্যাক্সি থেকে গায়েব ২.৫ কোটি টাকা

ফের নগরবাসীর চোখের সামনে দিনেদুপুরে নগদ টাকা লুটের ঘটনা। সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ ফের খাস কলকাতার এন্টালির...

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে...

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...
Exit mobile version