Monday, August 25, 2025

এক জেলাতেই আক্রান্ত ৮ হাজারের বেশি শিশু, তৃতীয় ঢেউ রুখতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে মহারাষ্ট্র

Date:

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই সংক্রমণের শীর্ষে ছিল মহারাষ্ট্র। তবে তা এখন অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে বাণিজ্য নগরী। তবে এরই মধ্যে তৃতীয় ঢেউ আসতে পারে বলে বারবার সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মে মাসে রাজ্যের আহমদনগর জেলায় আক্রান্ত হয়েছে ৮ হাজারেরও বেশি শিশু। তাই তৃতীয় ঢেউ নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে আহমদনগর প্রশাসন।
জেলাশাসক রাজেন্দ্র ভোঁসলে বলেছেন, “মে মাসে ৮ হাজারের বেশি বাচ্চা করোনা পজিটিভ হয়েছে। এই প্রবণতা যথেষ্ট ভয়ের।’’ জেলা প্রশাসনের তথ্য অনুসারে, সে জেলায় মে মাসে মোট আক্রান্তের ১০ শতাংশই বাচ্চা। জুলাই বা অগস্টের শুরুতে তৃতীয় ঢেউ আসবে তা ধরে নিয়েই প্রস্তুতি শুরু করেছে ওই জেলা প্রশাসন। এ ব্যাপারে রাজ্যের রাজ্যের সীমানাবর্তী সাঙলি শহরের প্রশাসক অভিজিৎ ভোঁসলে বলেছেন, ‘‘ছোটদের জন্য আমরা আলাদা করে কোভিড ওয়ার্ড বানাচ্ছি। যদি তৃতীয় ঢেউ আসে আমরা তৈরি। এই ওয়ার্ডে ছোটরা মনে করবে তারা হাসপাতালে আছে। বরং তাদের মনে হবে তারা কোনও স্কুলে বা নার্সারিতে আছে।’’
তৃতীয় ঢেউয়ে বাচ্চারা বেশি আক্রান্ত হতে পারে বলে আগাম প্রস্তুতি নিচ্ছে চিকিৎসকেরা। সেইমতো চলছে ছোটদের ভ্যাকসিনের ট্রায়াল। দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ নিয়ে রিতিমত উদ্বেগে রয়েছেন চিকিৎসকেরা। কারণ বাচ্চাদের এখনও কোনও ভ্যাকসিন বেরোয়নি। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে পারেনি দেশ। তারই মধ্যে তৃতীয় ঢেউ নিয়ে রীতিমত উদ্বেগে রয়েছে দেশ।

Related articles

BIG EXCLUSIVE: ‘ধূমকেতু’ সিনেমায় নায়িকাবদল, কার বদলে এলেন শুভশ্রী?

কাশীরাম দাস দেব-শুভশ্রী (Dev-Shubhashree) জুটি নিয়ে এই বিপুল প্রমোশন। 'ধূমকেতু' ছবির তুরুপের তাস এই দে-শু জুটির প্রত্যাবর্তন। অথচ, বিস্ফোরক...

দক্ষিণে বিজেপি বিরোধী রঙ বদলে দেবেন থালাপতি

মোদি ফ্যাসিবাদী। আমাদের রাজনৈতিক শত্রু হল বিজেপি। তামিলরা এই দলটার পাশে থাকবে না। বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।২১ অগাস্ট। মাদুরাইতে অভিনেতা...

মহারাষ্ট্র পুলিশের বেপরোয়া অত্যাচার! প্রাণ গেল আরও এক বাংলার শ্রমিকের

মাত্র চার দিনে মহারাষ্ট্র পুলিশের এত অত্যাচার যে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাংলার পরিযায়ী শ্রমিক গোলাম মন্ডলকে। কিছুটা...

পুণ্যের টানে ৬১জন একই ট্রাক্টরে! ট্রাকের ধাক্কায় যোগীরাজ্যে মৃত ৮

একটি ট্রাক্টরে একসঙ্গে ৬১ জন। সকলেই পুণ্যার্থী। উত্তর প্রদেশ থেকে রাজস্থানে পুণ্য লাভের আশায় যাওয়ার পথে ট্রাক্টরে ট্রাকের...
Exit mobile version